এম মেহেদী সানি, বারাসত, আপনজন: সমাজসেবার স্বীকৃতি হিসেবে ইউরো এশিয়ান ইউনিভার্সিটির পক্ষ থেকে সাম্মানিক ডক্টরেট উপাধি পেলেন বিশিষ্ট সমাজসেবী সাজাহান মন্ডল ৷ দিল্লির সুরাজকুণ্ডে অনুষ্ঠিত সমাবর্তন উৎসবে ওই ইউনিভার্সিটির পক্ষ থেকে সাম্মানিক ডক্টরেট উপাধি দেওয়া হয় বিশিষ্ট সমাজকর্মী সাজাহান মন্ডলকে ৷ জানা গিয়েছে ২১ দফা সামাজিক কর্মসূচি নিয়ে এক যুগ ধরে আন্তর্জাতিক স্তরে কাজ করে চলেছেন বেঙ্গল এডুকেশন ডেভেলপমেন্ট ফাউন্ডেশন এর সর্বভারতীয় সাধারণ সম্পাদক সাজাহান মন্ডল । শিক্ষা সংস্কৃতি ও সেবামূলক নানাবিধ কর্মসূচিতে দীর্ঘ বছর ধরে কাজ করে চলেছেন তিনি । পশ্চিমবঙ্গ প্রযুক্তি বিশ্ববিদ্যালয় থেকে ইলেকট্রনিক্স ইঞ্জিনিয়ারিং এ বিটেক ও বর্ধমান বিশ্ববিদ্যালয় থেকে এমবিএ পাস করা সাজাহান ছোট থেকেই সেবামূলক কাজের সঙ্গে যুক্ত ৷ বাংলার রক্তদান আন্দোলনকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য নিজ উদ্যোগে বিভিন্ন বিদ্যালয়ের বহু ছাত্রছাত্রীকে অনুপ্রাণিত করেছেন । সামাজিক ক্ষেত্রে দক্ষ সংগঠক হিসেবে এলাকায় অত্যন্ত সুপরিচিতি রয়েছে তার। করোনা কালীন সময়, আমফান ও ইয়াস বিধ্বস্ত সুন্দরবনের বিপুল সংখ্যক মানুষকে সহায়তা প্রদানের পাশাপাশি সারা বছর ধরে বিভিন্ন শিবিরে থ্যালাসেমিয়া সচেতনতা, ডেঙ্গু মোকাবেলা, প্লাস্টিক বর্জন, জল সংরক্ষণ, বৃক্ষরোপণ সহ বিভিন্ন সামাজিক সচেতনতামূলক কর্মসূচির মাধ্যমে বহু মানুষের পাশে দাঁড়িয়েছেন সাজাহান মন্ডল। সাম্মানিক ডক্টরেট উপাধি পেয়ে সাজাহানের আহ্বান শান্তি, সম্প্রীতি সংহতি ও মানবতার জন্য মানুষকে আরো নিবিড়ভাবে সামাজিক কাজে এগিয়ে আসতে হবে । তিনি বলেন, ‘এই সম্মানিক ডক্টরেট উপাধি আগামী দিন আমাকে আরো অনুপ্রেরণা যোগাবে ৷’ পারিবারিক অনুপ্রেরণায় মানুষের পাশে থাকা বা সমাজের কল্যানে কাজ করতে প্রতিনিয়ত প্রভাবিত হন । সাজাহান কৃষক পরিবারের সন্তান। পিতা হাজী সবার আলী মন্ডল ও মাতা হাজী সাহিদা মন্ডল দুজনেই ছেলেকে সামাজিক কাজে অনুপ্রাণিত করেন। নিজের গ্রামে কিশোর সংঘ মক্তব ও সাধারণ পাঠাগার প্রতিষ্ঠিত করেছেন । সমাজকর্মী হিসেবে দেশের বহু পরিচিত মুখের সঙ্গে, এবার সেই তালিকায় জায়গা করে নিলেন উত্তর ২৪ পরগনা জেলার গাইঘাটার সুবিদপুরের শিক্ষক ও ইঞ্জিনিয়ার সমাজকর্মী সাজাহান মন্ডল ৷
All Rights Reserved © Copyright 2025 | Design & Developed by Webguys Direct