চন্দ্রযানের ল্যান্ডার বিক্রম ১৪ দিনের মিশন লাইফ নিয়েই চাঁদে গিয়েছিল। কিন্তু চাঁদের বুকে নামার কয়েক মুহূর্ত আগে তার সঙ্গে যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যায় ইসরোর বিজ্ঞানীদের। এক চান্দ্র দিবসের সময়সীমা পৃথিবীর হিসেবে ১৪ দিন। কারণ রাত নেমে আসার পর সূর্যালোকের অভাবে প্রয়োজনীয় শক্তি উৎপাদন করতে পারবে না বিক্রম। এছাড়া চান্দ্ররাতে তাপমাত্রা মাইনাস ২০০ ডিগ্রি সেলসিয়াসে নেমে যায়। তাই সেই সময় ল্যান্ডারের মেশিন ঠান্ডায় জমে যেতে পারে। চাঁদের বুকে বিক্রমের সফট ল্যান্ডিং-এর চেষ্টা ব্যর্থ হওয়ার পর কেটে গিয়েছে দু-সপ্তাহ। এই ১৪ দিন ধরে বিক্রমের সঙ্গে যোগাযোগ করার মরিয়া চেষ্টা করে গিয়েছে ইসরো। কিন্তু তা সম্ভব হয়নি। এবার চাঁদে আঁধার ঘনিয়ে আসায় আর যে সম্ভব হবে না, তা একপ্রকার স্পষ্ট। সেই কারণেই বিক্রমের সঙ্গে যোগাযোগ করার জন্য ১৪ দিনে সময়সীমাই ধরেছিল ইসরো। শনিবার থেকেই রাত নামছে চাঁদে। এর ফলে বিক্রমের সঙ্গে যে আর যোগাযোগ করা সম্ভব নয়, তা স্পষ্ট।
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct