আপনজন ডেস্ক: লেবাননের দক্ষিণ সীমান্তে ইসরায়েলের বিমান হামলায় হিজবুল্লাহর এলিট ফোর্স রাদওয়ান বাহিনীর এক সিনিয়র কমান্ডার নিহত হয়েছেন। সোমবার নিরাপত্তাবিষয়ক ৩টি সূত্রের বরাতে এমন তথ্য জানিয়েছে রয়টার্স।জানা গেছে, লেবাননের দক্ষিণাঞ্চলে বিশামের গাড়ি লক্ষ্য করে হামলা চালায় ইসরায়েলি বাহিনী।
গত ৭ অক্টোবর ইসরায়েল ও হামাসের মধ্যে সংঘর্ষ শুরু হওয়ার পর প্রায় প্রতিদিন লেবাননের সীমান্ত থেকে হিজবুল্লাহ যোদ্ধা ও ইসরায়েলি সেনাবাহিনীর পাল্টাপাল্টি গোলাগুলি চলছে।এই সংঘর্ষে লেবাননে হিজবুল্লাহর ১৩৫ যোদ্ধাসহ ১৮০ জনের বেশি নিহত হয়েছেন। অপর দিকে ইসরায়েলের উত্তরাঞ্চলে দেশটির নয়জন সেনাসদস্য ও অন্তত চারজন বেসামরিক নাগরিক নিহত হয়েছেন।এর আগে গত সপ্তাহে লেবাননের রাজধানী বৈরুতে ইসরায়েলের ড্রোন হামলায় হামাসের উপপ্রধান সালেহ আল-আরৌরি নিহত হন।
All Rights Reserved © Copyright 2025 | Design & Developed by Webguys Direct