আপনজন ডেস্ক: রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু তিনটি নতুন ফৌজদারি বিচার বিলে সম্মতি দেওয়ার পরে কংগ্রেস নেতা পি চিদাম্বরম সোমবার বলেন নতুন ভারতীয় দণ্ডবিধি (আইপিসি) “আরও কঠোর” হয়ে উঠেছে। জোর দিয়ে বলেন, ২০২৪ সালের উত্তরসূরি সরকারকে অবশ্যই এই আইনগুলি পর্যালোচনা করতে হবে এবং “কঠোর” বিধানগুলি সরিয়ে ফেলতে হবে। ভারতীয় ন্যায় সংহিতা (বিএনএস), ভারতীয় নাগরিক সুরক্ষা সংহিতা (বিএনএসএস) এবং ভারতীয় শক্তি আইন (বিএসএ) এই তিনটি নতুন আইন ঔপনিবেশিক আমলের আইপিসি, ফৌজদারি কার্যবিধি (সিআরপিসি) এবং ভারতীয় সাক্ষ্য আইন ১৮৭২-এর স্থলাভিষিক্ত হয়েছে। প্রাক্তন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী এক্স-এ লিখেছেন, ক্রিসমাস ডে উদযাপন যখন শেষ হচ্ছে, শুনেছি রাষ্ট্রপতি তিনটি ফৌজদারি আইন বিলে সম্মতি দিয়েছেন। নতুন আইপিসি ‘আরও কঠোর’ হওয়ায় দরিদ্র ও নিপীড়িত শ্রেণীর মানুষই এর ফলে ভোগান্তির শিকার হবে।
All Rights Reserved © Copyright 2025 | Design & Developed by Webguys Direct