ওবাইদুল্লা লস্কর, মগরাহাট, আপনজন: সরকারি খাতায়-কলমে ২০০ জন ছাত্রের যে পরিমাণ মিড ডে মিলের জন্য খাবারের প্রয়োজন উল্লেখ থাকলেও তা মিলছে না ছাত্রদের। নির্দিষ্ট পরিমাণে খাবার দেওয়া হয় না শিশুদের যে পরিমাণ খাবার দেওয়ার কথা তার থেকে অনেক কম খাবার দেওয়া হয় তাও আবার নিম্নমানের নির্দিষ্ট নিয়ম মেনে দেওয়া হয় না আর তা নিয়েই স্কুলের সামনে বিক্ষোভ দেখাতে থাকে অভিভাবকেরা। ঘটনাটি মগরাহাট থানার উত্তর মাধবপুর এফ পি স্কুলে। অভিভাবকদের দাবি এই স্কুলে ২০০র বেশি ছাত্র-ছাত্রী পড়াশোনা করে, কিন্তু সরকারি খাতায়-কলমে যে পরিমাণ মিড ডে মিল দেওয়ার কথা প্রধান শিক্ষিকা সেই পরিমাণে মিড ডে মিল দেয় না ছাত্র-ছাত্রীদের। এমনকি মিড ডে মিলের চাল ডাল সবই নাকি যায় ওই প্রধান শিক্ষিকার বাড়িতে আর সেই দুর্নীতির অভিযোগ তুলে স্কুলের সামনে বিক্ষোভ দেখাতে থাকে অভিভাবক অভিভাবিকারা। অভিভাবকদের আরও দাবি নিয়মিত স্কুলেও আসেন না শিক্ষিকা। সরকারি খাতায়-কলমে প্রায় অনুপস্থিত তিনি। সেই দুর্নীতির অভিযো গতুলে বিক্ষোভ দেখান অভিভাবকরা।
All Rights Reserved © Copyright 2025 | Design & Developed by Webguys Direct