মার্কিন সেনাবাহিনীতে তৃতীয় লিঙ্গের মানুষদের জায়গা হবে না৷ সারইকন প্রেসিডেন্ট ট্রাম্প মঙ্গলবার এক ট্যুইটে তৃতীয় লিঙ্গের মানুষদেরকে সেনাবাহিনীতে না নেওয়ার কথা সাফ জানিয়ে দিলেন৷
এক ট্যুইটে তিনি বলেছেন, এ ব্যাপারে সামরিক প্রধান ও সামরিক বিশেষজ্ঞদের সঙ্গে তিনি আলোচনা করেছেন। তারা পরামর্শ দিয়েছে মার্কিন সেনাবাহিনীতে তৃতীয় লিঙ্গের মানুষদের না নেওয়ার জন্য৷
ট্রাম্প বলেছেন, আমাদের সামরিক চূড়ান্ত লক্ষ্য থাকতে হবে বাহিনীকে যুদ্ধ জয়ের দিকে। সেদিকে দৃষ্টি রেখেই তাদের এগিয়ে যেতে হবে। তাদের ওপর বিপুল চিকিৎসা খরচের বোঝা চাপানো যায় না। তাদের কাজে কোনও ধরনের বিঘ্নও ঘটতে দেওয়া যায় না। তৃতীয় লিঙ্গের মানুষদের মার্কিন সেনাবাহনীতে নিয়োগের ফলে মেডিক্যাল খরচ ও কাজে বিঘ্ন ঘটছে বলে ট্রাম্প মন্তব্য করেন ট্যুইটারে৷
ওবামা প্রশাসন গতবছর সেনাবাহিনীতে প্রকাশ্যে তৃতীয় লিঙ্গের মানুষদের অন্তর্ভুক্ত করার নীতি নিয়েছিল। ট্রাম্পের এমন পদক্ষেপে বারাক ওবামা প্রশাসনের ওই নীতি উল্টে যাচ্ছে। ট্রাম্প আমলে এসে আগের সরকারের সেই পরিকল্পনা ছয় মাসের জন্য স্থগিত করেছিলেন বর্তমান প্রতিরক্ষামন্ত্রী জেমস ম্যাটিস।
জানা গেছে এখন ২৫০০ তৃতীয় লিঙ্গের মানুষ মার্কিন সেনাবাহিনীতে কর্মরত৷
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct