মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবার নতুন কবিতা লিখলেন। তাঁর এবার কবিতার ‘গণতন্ত্র’। নাম দিয়েছেন ‘ঠিকানা’। প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী ও কংগ্রেস নেতা পি চিদম্বরমকে সিবিআই তাদের হেফাজতে নেওয়ার পর মমতা তার প্রতিবাদ করেছিলেন।প্রতিবাদ করেছিলেন কাশ্মীরে ৩৭০ ধারা খারিজ নিয়ে ভুল পদ্ধতি অবলম্বনের সমালোচনা করেছিলেন।মুখ্যমন্ত্রী এর আগেও গণতন্ত্র বিপন্ন করে তোলার অভিযোগ তুলেছিলেন। এবার ঠিকানা কবিতা লিখে তিন কি কাশ্মীরে গণতন্ত্র বিপন্ন বোঝাতে চাইছেন? তা নিযে প্রশ্ন রয়ে গেছে। যদিও সে কথা খোলসা করে বলেননি কবিতায়। তবুও গণতন্ত্র আজ বিপদের সম্মুখীন সেই আশঙ্কার কথা তুলে ধরে বোঝাতে চেয়েছেন এই গণতন্ত্র প্রকৃত ভারতের গণতন্ত্র নয়। আর আকারে ইঙ্গিতে বুঝিয়ে দিয়েছেন তার নিশানা কিন্তু সেই নরেন্দ্র মোদি নেতৃত্বাধীন কেন্দ্রীয় সরকারই।
‘ঠিকানা’
গণতন্ত্রের ঠিকানা? চেনা যাচ্ছে না।
দেশের ইতিহাস বোঝা যাচ্ছে না।
সংবাদ জগত কথা বলছে না।
কাক কা কা ডাকছে না। চড়ুই পাখি ধান খাচ্ছে না।
বিচারের কুশল কলেবর?
অসম্মানের উঠেছে ঝড়! এ ঝড় কেন থামছে না?
অধিকারগুলো বস্তা ভর্তি-
প্রতিবাদকারীরাও কারাগারে বন্দি।
ফ্যাসিজম কাউকে মানে না।
পাচ্ছি না খুঁজে আমার ঠিকানা?
সবটাই জানা তবুও অজানা।
সীমার মাঝে নেই অসীম সীমানা
ভাল আছি
তবুও মনকে সান্ত্বনা।
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct