আজিম শেখ, রামপুরহাট, আপনজন: প্রতিবেশীদের অপমানে বাবার মৃত্যু হয়েছে! অভিযোগ তুলে পাশের বাড়ির সদস্যদের কোপালেন মৃতের তিন ছেলে। পেটে ছুরি মেরে প্রৌঢ়ের নাড়িভুড়ি বের করে দেন অভিযুক্তরা। হাসপাতালেই মৃত্যু হয় তাঁর। মঙ্গলবার রাতে মর্মান্তিক ঘটনাটি ঘটেছে বীরভূমের মুরারইয়ের গ্রামে। মুরারই থানার রাজগ্রাম অঞ্চলের বড়ুয়া গোপালপুর গ্রামের বাসিন্দা আজহার শেখ। তাঁর তিন ছেলে মালেক, এমদাদুল ও সেরাজুল। অভিযোগ, তারা প্রায়দিনই মদ্যপান করে এসে বাড়িতে অশান্তি করতেন। মঙ্গলবার রাতেও একই ঘটনা ঘটেছিল। সেই সময় অশান্তি থামাতে ছুটে এসেছিলেন প্রতিবেশী মহিমা বিবি ও তাঁর মেয়ে আরজিনা বিবি। তারা এসে বোঝানোর চেষ্টা করেন। সেই সময় ঘর থেকে বেরিয়ে যান আজহার শেখ। ঘণ্টাখানেক পর বাড়ি থেকে কিছুটা দূরে আজহারের ঝুলন্ত দেহ উদ্ধার হয়। তাতেই ক্ষেপে যান তাঁর তিন ছেলে। মালেক, এমদাদুল, সেরাজুলের অভিযোগ, প্রতিবেশীদের অপমানেই মৃত্যু হয়েছে তদের বাবার। ‘বদলা’ নিতে প্রতিবেশীদের উপর চড়াও হন তারা। ছুরি দিয়ে এলোপাথারি কোপ মারতে থাকে। যার জেরে মহিমা বিবির হাতে লাগে। ছুরির আঘাতে নাড়িভুঁড়ি বেরিয়ে গিয়েছিল দুলাল শেখের। হাসপাতালে তার মৃত্যু হয়। গুরুতর জখম অবস্থায় হাসপাতালে চিকিৎসাধীন আরজিনা বিবি। অন্যদিকে এই ঘটনায় পুলিশের কাছে অভিযোগ দায়ের হয়েছে। অভিযোগের ভিত্তিতে মূল অভিযুক্ত মালেক সেখকে গতকাল রাত্রে গ্রেফতার করে মুরারই থানা পুলিশ । তাকে বৃহস্পতিবার রামপুরহাট মহুকুমা আদালতে পেশ করা হয়েছে। ঘটনায় শোকের ছায়া এলাকায় ।
All Rights Reserved © Copyright 2025 | Design & Developed by Webguys Direct