জয়প্রকাশ কুইরি, পুরুলিয়া, আপনজন: বিজ্ঞান শিক্ষার বিকাশে শিক্ষামূলক ভ্রমণের গুরুত্ব অনস্বীকার্য। সেই লক্ষ্যেই গত ১ লা নভেম্বর পুরুলিয়ার ঝালদার কুটিডি উচ্চমাধ্যমিক বিদ্যালয় কর্তৃপক্ষ বিজ্ঞান বিভাগের একাদশ ও দ্বাদশ শ্রেণির ছাত্র-ছাত্রীদের জন্য শিক্ষামূলক ভ্রমণের আয়োজন করেছিলেন। তাদের গন্তব্য ছিল দীঘার সমুদ্র সৈকত ও দীঘার সায়েন্স সেন্টার। বিজ্ঞান বিভাগের শিক্ষক ভগীরথ মাহাতো,অশোক মাহাতো ও সর্বেশ্বর টুডু প্রমুখরা জানান, চার দেওয়ালের মধ্যে আবদ্ধ ছাত্রছাত্রীরা দীঘার সমুদ্র সৈকতে এসে আনন্দে আত্মহারা হয়েছে। এইরকম শিক্ষামূলক ভ্রমণে অংশগ্রহণ করতে পেরে চোখে মুখে আনন্দ উপচে পড়েছে বিরসিং কালিন্দী, সোনালী রায়, শিবানী মাহাতো তৃপ্তি গুপ্তা, সৌরভ কুমার আশা মাহাতো সহ বিদ্যালয়ের একাদশ ও দ্বাদশ শ্রেণির ছাত্র-ছাত্রীদের। বিদ্যালয়ের প্রাক্তন প্রধান শিক্ষক যামিনীকান্ত মন্ডল বলেন, এরকম শিক্ষামূলক ভ্রমন তাদের বিজ্ঞান পাঠে আগ্রহ বাড়াবে। বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক অরূপ কুমার গোপ মন্ডল বলেন, একাদশ ও দ্বাদশ শ্রেণির মোট ৯২ জন ছাত্রছাত্রী এই শিক্ষামূলক ভ্রমণে অংশ নিয়েছে। শিক্ষামূলক ভ্রমণ শিক্ষার্থীদের মনে আনন্দ দেয়। সেই সঙ্গে তাদের একঘেয়েমি কাটে। সব থেকে বড় কথা হল শিক্ষামূলক ভ্রমণ শিক্ষার্থীদের মনে আনন্দ প্রাণে আরাম জাগায়। তার জন্য এরকম শিক্ষামূলক ভ্রমণের আয়োজন করা হয়েছিল। শিক্ষার্থীদের কথা ভেবে আগামী দিনেও এরকম ভ্রমণের আয়োজন করা হবে।
All Rights Reserved © Copyright 2025 | Design & Developed by Webguys Direct