আপনজন ডেস্ক: ইরানের উত্তরাঞ্চলের একটি মাদক নিরাময় কেন্দ্রে ভয়াবহ অগ্নিকাণ্ডে অন্তত ২৭ জন নিহত হয়েছেন। আহত হয়েছেন আরো ১২ জন।বৃহস্পতিবার স্থানীয় সময় দিবাগত রাতে ইরানের রাজধানী তেহরানের গিলান প্রদেশে এ দুর্ঘটনাটি ঘটে বলে এক প্রতিবেদনে জানিয়েছে সংবাদমাধ্যম বিবিসি।প্রতিবেদনে জানানো হয়, আগুনে হতাহতদের স্থানীয় একটি হাসপাতালে নেয়া হয়েছে। ইরানের গিলান প্রদেশের প্রধান বিচারপতি ইসমাইল সাদেঘী বলেন, অগ্নিকাণ্ডের কারণ এখনও জানা যায়নি। দুর্ঘটনার কারণ জানতে তদন্ত হচ্ছে।স্থানীয় বার্তা সংস্থা ইসনা এ দুর্ঘটনার কয়েকটি ফুটেজ সামাজিক যোগাযোগমাধ্যমে শেয়ার করেছে। সেখানে দেখা যায়, আগুনে রাতের আকাশকে আলোকিত হয়ে আছে।এর আগে ২০১৭ সালে ইরানে একটি ১৫ তলা ভবনে ভয়াবহ আগুন লাগে। এতে ফায়ার সার্ভিসের ১৫ কর্মীসহ অন্তত ২২ জন নিহত হন।
All Rights Reserved © Copyright 2025 | Design & Developed by Webguys Direct