আপনজন ডেস্ক: মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বুধবারই নবান্নে সাংবাদিক বৈঠকে ঘোষণা করেছিলেন রাজ্যের প্রতি কেন্দ্রের বঞ্চনার প্রতিবাদে ফের তীব্র আন্দোলন শুরু হবে। ১৬ নভেম্বর দলের নেতা, মন্ত্রী, সাংসদ, বিধায়ক, পুরসভা ও পঞ্চায়েতের নির্বাচিত প্রতিনিধিদের নিয়ে নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে সভা হবে। সেই সভা থেকে আন্দোলনের কর্মসূচি ঘোষণা করা হবে। এমনকী কেন্দ্রকে ওই দিনের আগে বকেয়া মেটানোর হুঁশিয়ারিও েদন। বলা ঞয়, তার মধ্যে একশো দিনের কাজের প্রকল্পের বকেয়া টাকা না মেটালে বৃহত্তর আন্দোলন হবে। কিন্তু ওইদিন ইডেনে বিশ্বকাপ ক্রিকেটের সেমিফাইনাল খেলা থাকায় তৃণমূলের প্রস্তাবিত সভার দিন বদল হল। নেতাজি ইন্ডোরে স্টেডিয়ামে তৃণমূলের প্রস্তাবিত সভা এক সপ্তাহ পিছিয়ে করা হচ্ছে ২৩ নভেম্বর। উল্লেখ্য, গত মাসে বকেয়া টাকার দাবিতে তৃণমূল দিল্লিতে ধরনা দেয়। দলের নেতারা কেন্দ্রীয় গ্রামোন্নয়ন প্রতিমন্ত্রীর সঙ্গে দেখা করতে চাইলেও তিনি সময় দেননি। তাই অবিলম্বে বাংলার বকেয়া আদায়ের দাবিতে লোকসভা ভোটের দিন ঘোষণার আগে ফের আন্দোলনে নামতে চায় তৃণমূল।
All Rights Reserved © Copyright 2025 | Design & Developed by Webguys Direct