নিজস্ব প্রতিবেদক, হুগলি, আপনজন: হুগলি জেলার খানাকুল থানা অবস্থিত নাবাবিয়া মিশনের শিক্ষক শিক্ষিকা শিক্ষা কর্মী ও ছাত্র-ছাত্রী আয়োজিত নবী দিবস উপলক্ষে এক সেমিনার অনুষ্ঠিত হল। এই অনুষ্ঠানের সভাপতিত্ব করেন অবসরপ্রাপ্ত বিচারপতি তথা মালদার সুজাপুরের বিধায়ক ও পশ্চিমবঙ্গ ওয়াকফ বোর্ডের চেয়ারম্যান আব্দুল গনি । এছাড়া উপস্থিত ছিলেন পশ্চিমবঙ্গ মাদ্রাসা শিক্ষক শিক্ষা কর্মী সমিতির মুখপাত্র সৈয়দ সাজ্জাদ হোসেন, সুদুর ব্যাঙ্গালোর থেকে আগতবিশিষ্ট সমাজসেবী আলহাজ্ব সেলিম শেখ, হুগলি গ্রামীন পুলিশের সাব-ইন্সপেক্টর আরিফুল আনোয়ার প্রমুখ। এদিন বৈকাল তিনটা থেকে অনুষ্ঠানের শুভ সূচনা হয় আব্দুল গনি সাহেবের হাত দিয়ে। আব্দুল গনি বলেন, আমি এই নিয়ে চারবার আসলাম যখনই আসি মিশনের নতুন নতুন শ্রী বৃদ্ধি চোখে পড়ে আমি মুগ্ধ আনন্দিত ছাত্র-ছাত্রীদের রেজাল্ট দেখে আগামীতে প্রতিষ্ঠানের যা ভাবনা তাতে আমি যুক্ত থেকে নিজেকে সমৃদ্ধ করতে চাই। বর্তমান সম্পাদক শাহিদ আকবরের সঙ্গে আমার প্রায় আলোচনা হয়। এত অল্প বয়সে তার চিন্তাধারা দেখে আমি খুব আনন্দিত হই মিশন ল কলেজ করবে। তাতে আমার পূর্ণ সহযোগিতা থাকবে।
তিনি আরও বলেন, সিভিল সার্ভিসের কোচিং সেন্টার আরামবাগে হচ্ছে। তাতেও পূর্ণ সহযোগিতা থাকবে। তিনি ছাত্র-ছাত্রীদের জডিশিয়াল আসার জন্য মোটিভেশন করে। মিশনের পক্ষ থেকে তিনাকে মানপত্র দিয়ে সংবর্ধিত করা হয় এদিন অনুষ্ঠানের হযরত মুহাম্মদ সা. এর জীবন আদর্শের উপরে ছাত্রছাত্রীরা দশ মিনিট করে আলোচনা করেন। আলোচনা করেন শিক্ষক শিক্ষিকারাও। আলোচনা অনুষ্ঠানটিতে যোগ দিতে পেরে আলহাজ্ব সেলিম উচ্ছ্বাস প্রকাশ করেন। সৈয়দ সাজ্জাদ হোসেন রাত্রি একটা পর্যন্ত এই অনুষ্ঠানটিতে সময় দেন এবং দীর্ঘক্ষণ ছাত্রছাত্রীদের সাথে মতবিনিময় ও বক্তব্য দেন। সর্বশেষ ফুরফুরা ফাতেহিয়া সিনিয়র টাইটেল মাদ্রাসার মুহাদ্দেস সৈয়দ আমজাদ হোসেন বোখারীর বক্তব্য দোয়ার মধ্য দিয়ে অনুষ্ঠানের সমাপ্তি হয় এদিনে ছাত্রছাত্রীদের উৎসাহ ছিল চোখে পড়ার মত প্রতিবছরের ন্যায় এ বছর এই সেমিনারটি শিক্ষক শিক্ষিকা শিক্ষা কর্মীবৃন্দ ছাত্র-ছাত্রী। আয়োজন করে থাকেন সমগ্র অনুষ্ঠানটি পরিচালনা করেন মিশনের শিক্ষক-শিক্ষিকা বৃন্দ।
All Rights Reserved © Copyright 2025 | Design & Developed by Webguys Direct