মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের কাছে সংখ্যালঘুদের নিয়ে প্রিয়া সাহার দেওয়া বক্তব্য প্রসঙ্গে এদিন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেছেন, ‘প্রিয়া সাহা যে বক্তব্য দিয়েছেন তা সম্পূর্ণ অসত্য, মিথ্যা ও বানোয়াট। এ বক্তব্য কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। এ ধরনের উসকানিমূলক বক্তব্যে উগ্রবাদীদের উৎসাহিত করে। এ ছাড়া তার এ বক্তব্য রাষ্ট্রদ্রোহী। দেশদ্রোহী হিসেবে তার বিরুদ্ধে অবশ্যই শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হবে।’ তিনি আরও বলেন, ‘প্রিয়া সাহার বক্তব্য প্রসঙ্গে হিন্দু, বৌদ্ধ ও খ্রিষ্টান ঐক্য পরিষদের নেতাদের সঙ্গে কথা হয়েছে। তার এ কথার সঙ্গে কেউ একমত নন। বাংলাদেশে সাম্প্রদায়িকতাকে উসকে দিতে তিনি এ ধরনের বক্তব্য দিয়েছেন। বাংলাদেশের মানুষ সাম্প্রদায়িকতাকে ঘৃণা করে। দেশদ্রোহী হিসেবে প্রিয়া সাহার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। তার প্রসেস শুরু হয়ে গিয়েছে।’ এর আগে বাংলাদেশের হিন্দু সম্প্রদায়ের নেত্রী প্রিয়া সাহা আমেরিকা প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে জানান, বাংলাদেশে হিন্দুরা সংখ্যালঘু। তাদের ওপর নিযাতন চালায় সেখানকার সংখ্যাগুরু মুসলিমরা। আর এতেই প্রিয়া সাহার ওপর ক্ষেপে লাল পদ্মাপারের আমজনতা।
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct