প্রিয়াঙ্কা গান্ধীকে যেভাবে নিহতদের সঙ্গে দেখা করতে দিতে বাধা সৃষ্টি করা হয়েছে সেই পথেই ডেরেক ও'ব্রায়েনের নেতৃত্বাধীন তৃণমূলের প্রতিনিধি দলকে আটকে দিল যোগী রাজ্যের পুলিশ। শনিবার সোনভদ্র জমি সংঘর্ষে গুলিবিদ্ধ হয়ে নিহতদের পরিবারের সঙ্গে দেখা করতে যাচ্ছিলেন ডেরেকরা। কিন্তু বারাণসী বিমানবন্দরে নামার সঙ্গে সঙ্গেই তাদেরকে আরেগতে দেওয়া হয়নি। এই অভিযোগ করেছেন খোদ ডেরেক। তিনি এ নিয়ে ট্যুইটও করেছেন । এক ভিডিওতে ডেরেক অভিযোগ করেছেন, যোগী সরকারের পুলিশ সোনভদ্র যেতে দেয়নি। কিন্তু কেন এই আটকে দেওয়া তার উত্তরে যোগী সরকারের পুলিশ জানিয়েছে, উর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশ পালন করতে তাদেরকে আটক করা হয়েছে। এ কথা নাকি বিমানবন্দরে থাকা পুলিশ অধিকারিকরাই জানিয়েছেন। এই ঘটনার পরেই চুপ করে থাকেননি ডেরেক। তিনি বারাণসী বিমানবন্দর থেকেই তাদেও আটক করার কথা জানিয়েছেন সোশ্যাল মিডিয়ায়। সোশ্যাল মিডিয়ায় ডেরেক বলেছেন, তৃণমূল কংগ্রেসের সাংসদদের প্রতিনিধি দলকে বারাণসী বিমানবন্দরেই আটক করা হয়। কিন্তু কোন আইনে বারাণসী বিমানবন্দরেই তাদেরকে আটকোনো হয়েছে তার সদুত্তর দেননি বারাণসীর এডিএম, এসপি। শুধু জানানো হয়েছে, যে উর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশ মেনেই এই কাজ করেছেন তারা। তাদের সঙ্গে সহযোগিতা করার কথাও বলা হয়। যদিও ডেরেকরা জানান তারা সোনভদ্রার ঘটনায় আহতদের সঙ্গে দেখা করতে চান। পাশাপাশি নিহতদের পরিবারের পাশেও দাঁড়াতে চেয়েছিলেন। তৃণমূল কংগ্রেসের সাংসদদের পক্ষ থেকে ওই ট্যুইটটি করার পর বিষয়টি নিয়ে হইচই শুরু হয়েছে।
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct