পাকিস্তানে প্রাক্তন প্রধানমন্ত্রীদের গ্রেফতার নতুন কিছু নয়। এবার প্রাকৃতিক গ্যাস দুর্নীতি মামলায় গ্রেফতার হলেন পাকিস্তানের প্রাক্তন প্রধানমন্ত্রী শহীদ খাকান আব্বাসি। পাকিস্তানের সেদেশের জাতীয় তদন্ত ব্যুরো ন্যাব তাকে গ্রেফতার করে। বৃহস্পতিবার লাহোরে পাকিস্তান মুসলিম লীগ-নওয়াজের (পিএমএল-এন) সভাপতি শাহবাজ শরিফের সঙ্গে সংবাদ সম্মেলনে যাওয়ার পথে তাকে গ্রেফতার করা হয়। যদিও ন্যাব জানায়, খাকান আব্বাসির বিরুদ্ধে কয়েকশ বিলিয়ন ডলারের তরলিকৃত প্রাকৃতিক গ্যাস (এলএনজি) ক্রয়ে দুর্নীতির করার অভিযোগ রয়েছে। সে্ই মামলায় তাকে গ্রেফতার করা হয়েছে।শহীদ খাকান আব্বাসি হলেন পাকিস্তান মুসলিম লীগের দ্বিতীয় সর্বোচ্চ নেতা যিনি গ্রেফতার হলেন। এর আগে পিএমএল-এন দলের নেতা ও প্রাক্তন প্রধানমন্ত্রী নওয়াজ শরিফকেও দুর্নীতির একটি মামলায় গ্রেফতার করা হয়। বর্তমানে তিনি এখন জেল খাটছেন।
পাকিস্তানের দুর্নীতিবিরোধী সংস্থা ন্যাব ২০১৮ সালে দেশটির সাবেক দুই প্রধানমন্ত্রী নওয়াজ এবং আব্বাসির বিরুদ্ধে তদন্ত শুরু করে। তাদের উভয়ের বিরুদ্ধে ক্ষমতার অপব্যবহার করে তরলিকৃত প্রাকৃতিক গ্যাস (এলএনজি) ক্রয়ে একটি কোম্পানিকে চুক্তি পাইয়ে দিতে সহায়তার অভিযোগ রয়েছে।উল্লেখ্য, ২০১৭ ও ২০১৮ সালে পাকিস্তানের প্রধানমন্ত্রী পদে আসীন হয়েছিলেন শহীদ খাকান আব্বাসি।
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct