মোল্লা মুয়াজ ইসলাম, বর্ধমান, আপনজন: বর্ধমান স্টেশন থেকে এবার ১৪৬ টি কচ্ছপ উদ্ধার করল। এক ব্যাক্তিকে গ্রেপ্তার করে বর্ধমান জিআরপি থানার পুলিশ। ব্যক্তির নাম আশীষ হালদার। ধৃতের বাড়ি নদীয়া জেলার চাকদহ এলাকায়।ধৃতের বিরুদ্ধে বন্যপ্রাণী সুরক্ষা আইনের ধারায় মামলা রুজু করে আজ শুক্রবার অভিযুক্তকে বর্ধমান জেলা আদালতে পাঠায় জিআরপি থানার পুলিশ। পাশাপাশি উদ্ধার হওয়া ১৪৬টি কচ্ছপকে বর্ধমান বনদপ্তরের হাতে তুলে দেওয়া হয়েছে। জিআরপি সূত্র জানা যায় গতকাল বৃহস্পতিবার দুপুরে প্ল্যাটফর্মে তল্লাশি চালাচ্ছিলেন জিআরপি থানার ওসি চিন্তাহরন সিংহ ও অন্যান্য পুলিশ কর্মীরা।এরপরই ওই ব্যক্তির কাছে থাকা ব্যাগ পরীক্ষা করতেই পুলিশ দেখতে পায় ন’ টি ব্যাগের ভিতরে প্রচুর পরিমাণে কচ্ছপ রয়েছে।
All Rights Reserved © Copyright 2025 | Design & Developed by Webguys Direct