বাইজিদ মণ্ডল, ডায়মন্ড হারবার, আপনজন: বর্ষা শুরুর পর থেকেই রাজ্যে জাঁকিয়ে বসছে ডেঙ্গির মতো মারণ রোগ। পাশাপাশি জেলার বিভিন্ন হাসপাতালে ডেঙ্গি আক্রান্তের খবর মিলছে। জেলা স্বাস্থ্য দফতর সূত্রে জানানো হয়েছে, ডেঙ্গি ইতিমধ্যেই জেলার বিভিন্ন হাসপাতাল গুলিতে ডেঙ্গু আক্রান্তরা চিকিৎসকদের পর্যবেক্ষণে রয়েছেন। ডেঙ্গি মোকাবিলার জন্য জেলা স্বাস্থ্য দফতর ও পুরসভা কর্মীরা তৎপর ভূমিকা পালন করছেন, জেলার সমস্ত ওয়ার্ডগুলিতে ব্যবস্থা গ্রহণ করার নির্দেশ দেওয়া হয়েছে। এদিকে ডেঙ্গু মোকাবিলায় সচেতনতা নিয়ে এবার ডায়মন্ড হারবার রাজ পথে নামলো ডায়মন্ড হারবার থানার পুলিশ ও পৌরসভার কর্মীরা। এছাড়াও ডায়মন্ড হারবার থানার সামনে ক্যাম্প করে সাধারণ মানুষ কে সচেতন করেন,উপস্তিত ছিলেন আই সি অনুব্রতী মজুমদার, এস আই রবীন্দ্রনাথ রায় সহ একাধিক পুলিশ প্রশাসন ও স্বাস্থ্য কর্মীরা। ডেঙ্গির প্রভাব শহর সহ জেলায় থাবা বসাতে আস্তে আস্তে শুরু করছে,তাই আগে থেকেই নড়েচড়ে বসেছে রাজ্য প্রশাসন। রক্তভাণ্ডারে প্লেটলেটের ঘাটতি ঠেকাতে আগেই গাইডলাইন জারি করেছে রাজ্য স্বাস্থ্য দফতর।এবং তা জেলার বিভিন্ন হাসপাতাল ও ব্লাড ব্যাঙ্ক গুলিতেও পাঠিয়ে দেওয়া হয়েছে। গাইডলাইন এ নির্দেশ দেওয়া হয়েছে। সাধারণ মানুষদের অকারণে ভয় না পেয়ে স্বাস্থ্য বিধি মেনে চলার নির্দেশ দিয়েছেন জেলা স্বাস্থ্য আধিকারিকেরা।
All Rights Reserved © Copyright 2025 | Design & Developed by Webguys Direct