আব্দুস সামাদ মন্ডল, বাঁকুড়া, আপনজন: লালবাঁধ হিল ফুল ফুজুল যুব সংগঠন নেহেরু যুব কেন্দ্রের উদ্যোগে উদযাপিত হলো বিকাশ দিবসএদিন তারা সারাক্ষণ বিভিন্ন কর্মসূচিতে দিনটি পালন করেন যেমন বৃক্ষ রোপন ও স্বচ্ছ ভারত মিশন ইত্যাদি সঙ্গে সঙ্গে বিভিন্ন বিদ্যালয়ে গিয়ে আবর্জনা পরিষ্কার করা হয় ও গাছ লাগানোও কর্মসূচী গ্রহন করেন।এদিনের কর্মসূচিতে ‘মেরি মাটি, মেরি দেশ’ স্লোগান দিয়ে এলাকায় এলাকায় পদযাত্রাও করেন করেন এবং পদযাত্রার মাধ্যমে সাধারণ মানুষের দের সচেতন করা হয় পরিবেশ দূষণ।সম্পর্কে,পরিবেশ দূষণ রোধ করার উপায় বলা হয় এবং গাছ লাগিয়ে পরিবেশ রক্ষার শপথ করা হয় এই কর্মসূচিতে মানুষের সাড়া পড়ে দেখার মত।আগামীতে পরিবেশ রক্ষার্থে আমাদের এগিয়ে আসতে হবে এবং আমাদের মাটি দূষণ কমাতে হবে এবং মাটি দূষণ রোধ করতে এবং পরিবেশকে রক্ষণাবেক্ষণের নিয়মাবলী বলে দেন এবং সচেতন করেন সংগঠনের কর্মকর্তারা।
All Rights Reserved © Copyright 2025 | Design & Developed by Webguys Direct