নাম রাম আওধ দাস। উত্তরপ্রদেশের বরাবাঁকির বাসিন্দা। তিনি আদতে অশীতিপর সন্ত। এটাওয়া থেকে গাজিয়াবাদ যাচ্ছিলেন তিনি। তাঁর দাবি, তার কাছে ওই ট্রেনের টিকিট থাকা সত্ত্বেও তাকে ট্রেনে উঠতে দেয়নি পুলিশ। গায়ে জড়ানো ছিল সাদা উত্তরীয়, পরনে ধুতি। দেখতে অনেকটা গান্ধীজির মতোই। ৮২ বছরের এই বৃদ্ধকে দিল্লিগামী কানপুর-নয়াদিল্লি শতাব্দী এক্সপ্রেসে না উঠতে দেওয়ায়, শুরু হয় বিতর্ক। ওই বৃদ্ধের দাবি, শুধুমাত্র গান্ধীজির আদলে পোশাকের জন্যই তাকে হেনস্থার মুখে পড়তে হল । যদিও রেল কর্তৃপক্ষের দাবি, ভুল কামরায় উঠে পড়ার জন্যই ওই বৃদ্ধকে নামিয়ে দেওয়া হয়েছিল। নির্ধারিত সময়ের মধ্যে তিনি সঠিক কামরায় উঠতে পারেননি।
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct