বাইজিদ মণ্ডল, ডায়মন্ডহারবার, আপনজন: দক্ষিণ ২৪ পরগনা জেলায় ডায়মন্ড হারবার ১ নম্বর ব্লক জুড়ে শুরু হল দুয়ারে সরকার প্রকল্প। এদিন ডায়মন্ড হারবার বিধানসভা কেন্দ্রের অন্তর্গত মশাট, দিয়ারক, নেতরা, বাসুলডাঙ্গা, বোলসিদ্ধি কালিনগর, কানপুর ধনবেড়িয়া, হরিণডাঙ্গা অঞ্চলে দুয়ারে সরকার শিবির অনুষ্ঠিত হয়। পরিদর্শনে উপস্থিত ছিলেন ডায়মন্ড হারবার বিধানসভার পর্যবেক্ষক সামীম আহমেদ মোল্লা এবং ডায়মন্ড হারবার ১নম্বর ব্লক পঞ্চায়েত সমিতির সভাপতি গৌতম অধিকারী। এছাড়াও উপস্থিত ছিলেন ১নম্বর ব্লক পূর্ত কর্মাধ্যক্ষ সন্দীপ সরকার,আসিবুল মোল্লা,মইদুল ইসলামসহ অঞ্চল নেতৃত্ব বৃন্দ, প্রধান , উপ প্রধান, সদস্যা, সদস্য আরও অন্যান্য বিশিষ্ট ব্যাক্তিবর্গ ও আধিকারিক গণ। রাজ্য সরকারের ঘোষণা অনুযায়ী ১ সেপ্টেম্বর থেকে বসে ‘দুয়ারে সরকার’ শিবির।
All Rights Reserved © Copyright 2025 | Design & Developed by Webguys Direct