মনিরুজ্জামান, বারাসত, আপনজন: মঙ্গলবার উত্তর ২৪ পরগনার দেগঙ্গা ব্লকের আমুলিয়া গ্রাম পঞ্চায়েতের নিরামিশাতে একটি কমিউনিটি হলের উদ্বোধন করলেন বারাসাতের সাংসদ ডাঃ কাকলি ঘোষদস্তিদার।তাঁর সাংসদ তহবিল থেকে প্রদত্ত অর্থে এই কমিউনিটি হলটি তৈরী করা হয়েছে।এই ব্লকে এইরকম কমিউনিটি হলের সংখ্যা পাঁচটি।স্হানীয় বাসিন্দা হানিফ মন্ডল তাঁর নিজের জমি দান করেছেন এই কমিউনিটি হল তৈরী করার জন্য।৩৪ লক্ষ ৯২ হাজার টাকা খরচ করে তৈরী হয়েছে এই হল।সামাজিক সহ বিভিন্ন কাজে লাগানো যাবে এই হল।সাংসদ ডাঃ কাকলি ঘোষদস্তিদার বলেন,আমি তিনবারের সাংসদ। এই ১৫ বছরে প্রভূত উন্নয়ন করতে পেরেছি। আগে পাকা রাস্তা ছিল না,লাইট ছিল না, পানীয় জল ছিল না। এখন বিশ্বনাথপুর হাসপাতালে চিকিৎসার সুব্যবস্থা করা হয়েছে। আর এসবই সম্ভব হয়েছে আমাদের সকলের প্রিয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের আশীর্বাদে।সাংসদ ছাড়াও এদিন অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন বারাসাত(সদর) মহকুমা শাসক সোমা সাউ, জেলা পরিষদ সদস্য মফিদুল হক সাহাজি, দেগঙ্গা পঞ্চায়েত সমিতির সভাপতি প্রিয়াঙ্কা মন্ডল দাস,দেগঙ্গার বিডিও সুব্রত মল্লিক, দেগঙ্গা পঞ্চায়েত সমিতির সহ সভাপতি তথা দেগঙ্গা ব্লক -১ তৃণমূল কংগ্রেস সভাপতি আনিসুর রহমান বিদেশ, স্হানীয় গ্রাম পঞ্চায়েত প্রধান এমদাদুল হক সহ আরও অনেকে।এই কমিউনিটি হল উদ্বোধন হওয়ায় স্হানীয় মানুষ খুশি।
All Rights Reserved © Copyright 2025 | Design & Developed by Webguys Direct