নিজস্ব প্রতিবেদক, কলকাতা, আপনজন: ২০২১ সালের পশ্চিমবঙ্গ সিবিল সার্ভিস পরীক্ষার চূড়ান্ত ফল প্রকাশিত হল শুক্রবার। এদিন ডব্লুবিসিএস (এক্সি) এ ও বি দুটি গ্রুপের প্রকাশিত হয়েছে। ডব্লুবিসিএস *এক্সি)-এ গ্রুপের মোট সফল ৯২জনের তালিকা প্রকাশ করা হয়েছে। প্রথম হয়েছেন ধ্রুবাশিস সামন্ত। এই সফল ৯২ জনের মধ্যে ১৬ জন সংখ্যালঘূ সম্প্রদায়ের। অন্যদিকে এদিন ডব্লুবিসিএস (এক্সি) বতে পশ্চিমবঙ্গ পুলিশ সার্ভিসের যে তালিকা প্রকাশ করা হয়েছে তাতে শীর্ষ স্থান অধিকার করেছেন মুহাম্মদ রিয়াজে হোসেন। পুলিশ সার্ভিসে মোট ২৪ জন উত্তীর্ণ হয়েছেন। আরও জানা গেছে, ডব্লুবিসিএস (এক্সি) এ-এর কাট অফ মার্স (জেনারেল) ১০৫১.৮১, ওবিসি-এ ১০১৩.৮১, ওবিসি-বি ১০২৭.৭৯, এসসি ৯৩১.১৫। ডব্লুবিসিএস বি গ্রুপে কাট অফ মার্কস (জেনারেল) ১০৭০.৩০, ওবিসি-এ ১০৩৪.৮৭, ওবিসি-বি ১০৩০.১৬, এসসি ৯৬৩.১৫।
All Rights Reserved © Copyright 2025 | Design & Developed by Webguys Direct