আপনজন ডেস্ক: এএফসি চ্যাম্পিয়নস লীগের মূল পর্বে খেলতে জয়ের বিকল্প নেই। এমন ম্যাচে ৮৭ মিনিট পর্যন্তও ২-১ গোলে পিছিয়ে আল নাসর। এরপরই প্রত্যাবর্তনের গল্প লেখা শুরু করে সৌদি আরবের ক্লাবটি। মাত্র ১০ মিনিটে ৩ গোল করে শাবাব আল আহলির বিপক্ষে রূপকথার জয় পায় ক্রিস্টিয়ানো রোনালদোর আল নাসর। মঙ্গলবার কিং সৌদ ইউনিভার্সিটি স্টেডিয়ামে এএফসি চ্যাম্পিয়নস লীগের প্লে অফে দুবাইয়ের আল আহলিকে ৪-২ গোলে হারিয়েছে আল নাসর। এই জয়ে এএফসি চ্যাম্পিয়নস লীগের মূলপর্বে পৌঁছে গেছে রোনালদোরা। আল নাসরের হয়ে জোড়া গোল করেছেন তালিসকা। সৌদি প্রো লীগে টানা দুই হারের পর এই ম্যাচ দিয়ে জয়ে ফিরলো আল নাসর। তবে দলের জয় ছাপিয়ে পেনাল্টি নিয়ে ম্যাচ অফিশিয়ালদের ওপর রোনালদোর ক্ষোভ প্রকাশ আলাদা করে আলোচনার জন্ম দিয়েছে। প্রথমার্ধ শেষে মাঠ ছাড়ার সময় রাগে এমনকি একজন স্টাফকে ধাক্কা দিতেও দেখা যায় তাকে। ম্যাচের শুরু থেকেই এদিন আক্রমণাত্মক ফুটবল খেলতে থাকে আল নাসর। বলের দখল নিজেদের কাছে রেখে আক্রমণে আধিপত্য দেখায় দলটি। ম্যাচের দশম মিনিটেই গোলের সুযোগ পেয়ে গিয়েছিল নাসর। তবে অল্পের জন্য গোলের সুযোগ হাতছাড়া করেন রোনালদো। তবে গোল পেতে খুব বেশি দেরী করতে হয়নি রোনালদোর দলকে। পরের মিনিটেই লিড নেয় তারা। ১১তম মিনিটে আরব ক্লাব চ্যাম্পিয়নস কাপের শিরোপাধারীদের কর্নার থেকে হেডে লিড এনে দেন তালিসকা।
All Rights Reserved © Copyright 2025 | Design & Developed by Webguys Direct