নকীব উদ্দিন গাজী, সাগর, আপনজন: ভেদক্ষিণ ২৪ পরগনা গঙ্গাসাগরে একাধিক নদী বাউন্ডারি ভেঙে গেছে দ্রুত গতিতে সারানো জন্য ঘুরে দেখলেন মন্ত্রী বঙ্কিমচন্দ্র হাজরা। দিন দিন যেভাবে নদী বাঁধ ভাঙছে আতঙ্গে কাটাচ্ছে নদী বাধের পাশে থাকা গ্রামবাসীরা। বাঁধ ভেঙে নদীর নোনা জলঢুকে গ্রাম যাতে কোনো ভাবে প্লাবতী না হয় সেই দিকে নজর রাখছে সুন্দরবন উন্নয়ন মন্ত্রী বঙ্কিম হাজরা।সুন্দরবনের যেখানে যেখানে নদীর বাঁধ ভেঙেছে সেইসব বাঁধ পরিদর্শন করেন মন্ত্রী। গঙ্গাসাগর ব্লকের মুড়িগঙ্গা অঞ্চলের সাপখালি গ্রামের নদীর বাঁধ পরিদর্শন করলেন মন্ত্রী বঙ্কিম হাজরা। মন্ত্রী বলেন যেখানে যেখানে বাঁধ ভাঙার খবর এসেছে আমি দ্রুততার সঙ্গে কাজ করছি। সেচ দপ্তর দ্রুততার সঙ্গে কাজ করছে, কেন্দ্র সরকার টাকা না দেওয়ার কারণে সুন্দরবন সহ যে নদী বাঁধ আছে সেগুলোকে কাজ করা যাচ্ছে না রাজ্য সরকার শেষ দপ্তরের উদ্যোগে যতটা পারা যাচ্ছে বাঁধ মেরামতের কাজ চলছে সুন্দরবন এলাকার মানুষরা ভালো থাকে এটা চায়না কেন্দ্র সরকার একাধিকবার নদী বাউন্ডারি নিয়ে কেন্দ্র সরকারকে জানানো হয়েছে এই বাগ মেরামতের জন্য কেন্দ্র একটা টাকাও দেয়নি। রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের দেনা মাথায় নিয়ে সুন্দরবন এলাকার মানুষদের রক্ষার জন্য শেষ দপ্তরের মাধ্যমে বেশ কিছু জায়গায় পাকাপোক্ত বাদ হয়েছে। কেন্দ্র সরকার টাকা দিলে বাকি অস্থায়ীবাদগুলো পাকাপোক্ত করা যেত। সুন্দরবনবাসীর সাথে কেন্দ্র সরকার বঞ্চনা করছে এমনটাই বললেন সুন্দরবন উন্নয়ন মন্ত্রী। সামনে সাড়াশারী কোটালের আগে রাজ্য সরকার বেশ কিছু জায়গায় বাদ মেরামতির কাজ শুরু করেছে। যাতে তাড়াতাড়ি এই কাজ সম্পূর্ণ করা যায় তার ব্যাবস্থা করবেন মাননীয় শ্রী বঙ্কিমচন্দ্র হাজরা।
All Rights Reserved © Copyright 2025 | Design & Developed by Webguys Direct