এই মুহূর্তে পাকিস্তান ক্রিকেটে সবচেয়ে সমালোচিত ব্যক্তি হলেন অধিনায়ক সরফরাজ আহমেদ। এর পিছনের কারণ হল, চলতি বিশ্বকাপে পাকিস্তান একের পর এক ম্যাচ হেরে যাওয়া।পাশাপাশি চিরশত্রু ভারতের কাছে বিশ্বকাপের ম্যাচেও হেরে যাওয়া। এর মধ্যে সবচেয়ে সমালোচিত হয়েছে ম্যাঞ্চেস্টারে ভারতের বিরুদ্ধে ম্যাচ খেলাকালিন মাঠে তার অখেলোয়াড়সুলভ কিছু আচরণ। এর মধ্যে রয়েছে খেলার সময় মাঠে হাই তোলা। খেলার সময় হাই তুলে সরফরাজ চরম বিপাকে পড়েছেন। এ কারণে গোটা বিশ্বে তীব্র সমালোচিত।গত ১৬ জুনের ম্যাচে অধিনায়ক সরফরাজ উইকেটের পেছনে দাঁড়িয়ে হাই তোলায় ক্ষেপে গিয়েছেন ভক্তরা। এবার সেটা নিয়ে বিজ্ঞাপন তৈরি হয়ে গেল।সরফরাজের হাই তোলা নিয়ে বানানো হয়েছে একটি সিরাপের বিজ্ঞাপন! বিখ্যাত ব্র্যান্ড 'ডাবর' এর একটি কাফ সিরাপের পোস্টারে সরফরাজের হাই তোলার সেই ছবির কার্টুন আঁকা হয়েছে। একপাশে সিরাপের ছবি দিয়ে লেখা হয়েছে, 'অসময়ে ঝিমিয়ে পড়লে বড় মাসুল গুণতে হয়।' ক্যাপশনে লেখা, 'ডাবরের এই সিরাপ খেলে কখনই তন্দ্রাচ্ছন্নতা আসবে না।'
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct