এম মেহেদী সানি, অশোকনগর, আপনজন: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি জনগণের উদ্দেশ্যে যে সমস্ত প্রতিশ্রুতি দিয়েছিলেন তার একটিও পালন করেননি, বরং রাজ্যের ন্যায্য পাওনাটাও বকেয়া রেখেছেন ৷ এমনই অভিযোগ তুলে অশোকনগরের বিধায়ক নারায়ণ গোস্বামী প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে ‘জাতীয় অসত্যবাদী’ বলে আখ্যা দিয়েছেন ৷ সম্প্রতি রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ঘোষণা অনুযায়ী কেন্দ্রীয় বঞ্চনার অভিযোগে ব্লকে ব্লকে রবিবার অবস্থান-বিক্ষোভ কর্মসূচি পালন করে তৃণমূল কংগ্রেস ৷ উত্তর ২৪ পরগনা জেলার অশোকনগর শহর তৃণমূল কংগ্রেসের উদ্যোগে কচুয়া মোড়ে কেন্দ্রীয় সরকারের বঞ্চনার প্রতিবাদে অবস্থান বিক্ষোভ সভায় বক্তব্য রাখতে গিয়ে নারায়ণ গোস্বামী ওই মন্তব্য করেন ৷ তিনি আরও বলেন, ‘বিগত বিধানসভা ভোটে বাংলার মানুষ সাম্প্রদায়িক বিজেপিকে প্রত্যাহার করায় বাংলার বিজেপি নেতারা কেন্দ্রের, নরেন্দ্র মোদি অমিত শাহের কান ভাঙানি দিয়ে বাংলার মানুষকে ভাতে মারার চেষ্টা করছে, সেজন্যে পরিকল্পিতভাবে বাংলাকে বঞ্চিত করছে কেন্দ্র ৷’ প্রধানমন্ত্রী আবাস যোজনার টাকা না দেওয়ায় কেন্দ্রীয় সরকারের কড়া সমালোচনা করেন নারায়ণ গোস্বামী ৷ পাল্টা তৃণমূল সরকারের জনকল্যাণমূলক পরিকল্পনার কথা তুলে ধরে বিধায়ক বলেন, মমতা বন্দ্যোপাধ্যায় বাংলার তৃণমূল অতৃনমূল সকলের জন্য যে সমস্ত প্রকল্পের সূচনা করেছে যা স্বচ্ছ প্রশাসনিক ব্যবস্থার উদাহরণ, সেই স্বীকৃতি হিসেবে আগামী দিনে ইতিহাসের পাতায় মমতা বন্দ্যোপাধ্যায়ের নাম লেখা থাকবে বলেও মন্তব্য করেন ৷ কেন্দ্রীয় বকেয়া আদায়ের হুঁশিয়ারি দিয়ে নারায়ণ গোস্বামী বলেন, এখন বাংলার জননেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ২রা অক্টোবর ‘দিল্লি চলো’ ডাক দিয়েছেন, বাঙালি লড়াই করতে জানে’ বলে হুঁশিয়ারি দেন ৷ মনিপুর সহ বিজেপি শাসিত একাধিক রাজ্যের সহিংসতার ঘটনা তুলে ধরে বিধায়ক নারায়ণ গোস্বামী তীব্র নিন্দা এবং প্রতিবাদ জানিয়ে দেশ থেকে বিজেপিকে উৎখাত করার ডাক দেন ৷ পাশাপাশি ২০২৪ সালের লোকসভা নির্বাচনে মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে ধর্মনিরপেক্ষ ‘ইন্ডিয়া’ সরকারকে ক্ষমতায় আনার অনুরোধ করেন ৷ অশোকনগর কচুয়া মোড়ে কেন্দ্রীয় সরকারের বঞ্চনার প্রতিবাদে অনুষ্ঠিত অবস্থান বিক্ষোভে বিধায়ক নারায়ণ গোস্বামীর পাশাপাশি উপস্থিত ছিলেন অশোকনগর কল্যাণগড় পৌরসভার চেয়ারম্যান প্রবোধ সরকার, হাবড়া দু’নম্বর ব্লক তৃণমূল কংগ্রেসের সভাপতি বিন্দাবন ঘোষ সহ এক ঝাঁক তৃণমূল কংগ্রেস নেতা কর্মী ও সমর্থকরা ৷
All Rights Reserved © Copyright 2025 | Design & Developed by Webguys Direct