‘স্টপ ইসলামাইজেশন’ নামে ইসলাম বিদ্বেষী একটি দল নরওয়েতে মুসলিম সম্প্রদায়ের লোকজনের চলাফেরা ও কার্যক্রম নিষিদ্ধ করার ব্যাপারে ব্যাপক প্রচার চালিয়ে যাচ্ছে। ওই দলটির প্রধান নেত্রী অ্যানা ব্রাটেন এক সমাবেশে বলেন, ‘নরওয়েতে ইসলামের কোনো স্থান নেই, সেইসঙ্গে সব কোরআনের কপি ধ্বংস করা হবে।’ অসলোতে দলটি এক ইসলাম বিদ্বেষী সমাবেশের আয়োজন করে। সেখানে ওই দলের প্রধান অ্যানা ব্রাটেন প্রকাশ্যে একটি কোরআন শরিফ ছিরে ফেলতে চান। কিন্তু পুলিশ কোরআনের কপিটি সংরক্ষণে চেষ্টা করলে তিনি তা ছুঁড়ে ফেলে দেন। ঠিক তখনই সেখানে কিছু মুসলিম সম্প্রদায়ের লোকজন এর প্রতিবাদ জানান। অ্যানা ব্রাটেন মুসলিম সম্প্রদায়ের লোকজনকে পালাগালি দেন। হিজাব নিয়ে কটূক্তি করেন।
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct