সৌজন্যের নজির দেখাল পাকিস্তান। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির কাজাখস্তান সফরের জন্য আকাশ পথ ব্যবহারের অনুমতি দিল ইসলামাবাদ।ভারতের বিদেশমন্ত্রক থেকে পাকিস্তানের পররাষ্ট্র দপ্তরে চিঠির মাধ্যমে অনুমতি চাওয়া হয়। পাক প্রধানমন্ত্রী ইমরান খান সৌজন্য দেখিয়ে অনুমোতি দেন। এর আগে বালাকোট এয়ার স্ট্রাইকের পর থেকেই ভারতীয় বিমানের জন্য আকাশ পথ বন্ধ করে দিয়েছিল পাকিস্তান। ফেব্রুয়ারির ২৬ তারিখ থেকে চলছিল সে নিষেধাজ্ঞা। যার ফলে ভারতের বাণিজ্যিক বিমান পরিষেবা বিঘ্নিত হয়। আগামী ১৩ এবং ১৪ জুন কাজাখস্তানে এসসিও সামিটে যোগ দিতে যাবেন মোদি। সেথানে থাকবেন পাক প্রধানমন্ত্রী ইমরান খানও। সেখানে মুখোমুখি হতে পারেন এই দুই রাষ্ট্রপ্রধান। যদিও কয়েকদিন আগেই ভারত সেই সম্ভাবনা খারিজ করে দেয়। পাকিস্তানের এ মনোভাবের ফলে অনেকে মনে করছেন, ভারত শান্তি আলোচনায় বসতে রাজি হতে পারে।
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct