ডিভোর্স হলে স্বামী নিজের বেতনের ৩০ শতাংশ স্ত্রীকে খোরপোষ হিসেবে দিতে বাধ্য হবেন। সম্প্রতি এমনই রায় দিয়েছে দিল্লি হাইকোর্ট। রায়ে বলা হয়েছে, একজন ব্যক্তির আয়ের উপর অন্য কেউ নির্ভর না থাকে তাহলে স্বামীর বেতনের ৩০ শতাংশ স্ত্রী পাবেন ৷এক মহিলার বিবাহ বিচ্ছেদের পর খোরপোষ মামলায় এমনটাই জানিয়েছে দিল্লি হাইকোর্ট ৷ আদালতের নির্দেশ অনুযায়ী, স্বামীর বেতনের ৩০ শতাংশ মহিলাকে দিতে হবে৷মহিলার বিয়ে ৭ মে ২০০৬ সালে সিএসআইএফ ইন্সপেক্টরের সঙ্গে হয়েছিল ৷ ১৫ অক্টোবর ২০০৬ সালে তারা আলাদা হয়ে যায় ৷ এরপর খোরপোষের আবেদন জানিয়েছেন আদালতের দ্বারস্থ হয়েছিলেন মহিলা ৷
২০০৮ সালে এর পরিপ্রেক্ষিতে মহিলার স্বামীকে নির্দেশ দেওয়া হয় মোট বেতনের ৩০ শতাংশ স্ত্রীকে খোরপোষ হিসেবে দিতে হবে ৷ এরপর মহিলার স্বামী আদালতে ফের মামলা দায়ের করে ৷ এরপর ট্রায়াল কোর্ট ৩০ শতাংশ থেকে ১৫ শতাংশ করে দিয়েছিল খোরপোষ ৷ এরপর দিল্লি হাইকোর্টে ফের এই রায়কে চ্যালেঞ্জ করে মহিলা মামলা দায়ের করেছিল ৷
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct