মনিরুজ্জামান, বারাসত, আপনজন: উত্তর ২৪ পরগনার দেগঙ্গা ব্লকে এবারের পঞ্চায়েত ভোটে ঘাসফুলের ঝড়ে বিরোধীরা প্রায় নিশ্চিহ্ন। কিন্তু তবুও এই ভোটে হেরেছেন তৃণমূলের অনেক পঞ্চায়েত প্রধান, উপপ্রধান। নূরনগর গ্রাম পঞ্চায়েতের বিদায়ী প্রধানের স্বামী নীলুপদ দাস ১৬৪ ভোটে সিপিএম প্রার্থী অমর দাসের কাছে পরাজিত হয়েছেন। এই পঞ্চায়েতের বিদায়ী উপপ্রধান আব্দুর রব ৫৯ ভোটে পরাজিত হয়েছেন সিপিএমের ইয়ানবি মন্ডলের কাছে। আমুলিয়া গ্রাম পঞ্চায়েতের বিদায়ী উপপ্রধানের স্বামী সেখ আকশেদ আলী ১৯ ভোটে পরাজিত হয়েছেন আইএসএফের হাসান আলী বিশ্বাসের কাছে। কলসুর গ্রাম পঞ্চায়েতের বিদায়ী প্রধান অজয় ব্লক ১২ টি আসনে প্রার্থী দিয়ে ২টি আসনে বিজয়ী হয়েছে। ৭৬ জন নির্দল প্রার্থীর মধ্যে ১৬ জন বিজয়ী হয়েছেন। পঞ্চায়েত সমিতির ৩৯ টি আসনের মধ্যে তৃণমূল কংগ্রেস বিজয়ী হয়েছে ৩৪ টি আসনে ,সিপিএম বিজয়ী হয়েছে ৩ টি আসনে, আইএসএফ বিজয়ী হয়েছে ১ টি আসনে, ডব্লুপিআই বিজয়ী হয়েছে ১ টি আসনে। দেগঙ্গার তিনটি জেলা পরিষদ আসনেই তৃণমূল কংগ্রেস প্রার্থীরা বিপুল ভোটের ব্যবধানে বিজয়ী হয়েছেন। বিজয়ীদের মধ্যে আছেন ৪০ নম্বর আসনে ঊষা দাস,৪১ নম্বর আসনে সেখ রবিউল ইসলাম এবং ৪২ নম্বর আসনে পঞ্চায়েত সমিতির বিদায়ী সভাপতি মফিদুল হক সাহাজি। ব্লকের নূরনগর গ্রাম পঞ্চায়েত এবং হাদিপুর ঝিকরা-১ নম্বর গ্রাম পঞ্চায়েত এবার ত্রিশঙ্কু হয়েছে।একক সংখ্যাগরিষ্ঠতা কোনও দলই পায়নি।নূরনগর গ্রাম পঞ্চায়েতে ৩০ টি আসনের মধ্যে তৃণমূল কংগ্রেস পেয়েছে ১৪ টি।হাদিপুর ঝিকরা-১ নম্বর গ্রাম পঞ্চায়েতে ১৬ টি আসনের মধ্যে তৃণমূল কংগ্রেস পেয়েছে ৭ টি।
All Rights Reserved © Copyright 2025 | Design & Developed by Webguys Direct