নিজস্ব প্রতিনিধি, কলকাতা, আপনজন: আর মাত্র ২৪ ঘন্টা হাতে সময়। শুক্রবার অবসর নিচ্ছেন রাজ্যের মুখ্য সচিব হরি কৃষ্ণ দ্বিবেদী। ইতিমধ্যে রাজ্যের মুখ্য সচিবের এক্সটেনশন যে কেন্দ্রের কাছে সুপারিশ পাঠিয়েছে রাজ্য। কিন্তু বুধবার দুপুর পর্যন্ত কোন সাড়া মেলেনি। শুক্রবারের মধ্যে কেন্দ্র থেকে সাড়া না পেলে পরবর্তী মুখ্য সচিবের দায়িত্ব রাজ্য সরকার তুলে দেবে বর্তমান স্বরাষ্ট্র সচিব বিপি গোপালিকার হাতে। কারণ দোড় গোড়ায় পঞ্চায়েত নির্বাচনে। নবান্ন সূত্রে খবর, মুখ্যসচিব হিসাবে হরিকৃষ্ণ দ্বিবেদি যদি আর না এক্সটেনশন পান তাহলে রাজ্যের পরবর্তী মুখ্যসচিব হবেন বিপি গোপালিকা। তিনিও অত্যন্ত দক্ষ অফিসার। সেক্ষেত্রে স্বরাষ্ট্রসচিব করা হতে পারে বিবেক কুমারকে। অর্থ সচিব মনোজ পন্থের নাম শোনা যাচ্ছে দ্বিতীয় বিকল্প হিসাবে। তখন অবসরপ্রাপ্ত হরিকৃষ্ণ দ্বিবেদি হতে পারেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের অর্থ দফতরের উপদেষ্টা। তখন মনোজ পন্থ হবেন স্বরাষ্ট্র সচিব। আর সেক্ষেত্রে অর্থ সচিব হবেন ল্যান্ড সেক্রেটারি স্মারকি মহাপাত্র। আর যদি এক্সটেনশন মেলে তাহলে যেমন চলছিল তেমনই চলবে। এখন পঞ্চায়েত নির্বাচন পড়ে যাওয়ায় মুখ্যসচিব হিসাবে হরিকৃষ্ণ দ্বিবেদিকে ছাড়তে নারাজ রাজ্য সরকার। যদিও হরিকৃষ্ণ দ্বিবেদিকে নিয়ে নানা অভিযোগ ও নালিশ রয়েছে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর। তবে এসব নিয়ে ভাবিত নন হরিকৃষ্ণ। তিনি নিজের কাজ নিয়ে আজও ব্যস্ত। বরং এখন আরও বেশি কাজ করছেন যাতে এক্সটেনশন না পেলে বিশ্রাম নিতে পারেন। তবে যদি তিনি মুখ্যমন্ত্রীর অর্থ উপদেষ্টা হন তাহলে আবার কাজের মধ্যে ডুবে যেতে হবে। মুখ্যসচিব হিসাবে তিনি সফল হওয়ায় তাঁর এক্সটেনশন চান স্বয়ং মুখ্যমন্ত্রী বলে সূত্রের খবর।
All Rights Reserved © Copyright 2025 | Design & Developed by Webguys Direct