আপনজন ডেস্ক: দীর্ঘ দুই যুগের ফুটবল ক্যারিয়ারের ইতি টানলেন জ্লাতান ইব্রাহিমোভিচ। অবসরের ঘোষণা দিলেন আয়াক্স, বার্সেলোনা, পিএসজি, ইন্টার মিলান, জুভেন্টাস, ম্যানচেস্টার ইউনাইটেড, এসি মিলান মাতানো সুইডিশ স্ট্রাইকার। রোববার রাতে মিলানের সান সিরোর দর্শকদের সামনে ইব্রা বলেন, ‘ফুটবল ছেড়ে যাচ্ছি, আপনাদের নয়।’ এসি মিলানের সঙ্গে ইব্রার চুক্তি শেষ হয়ে যাচ্ছে এ মাসে। রোববার রাতে সিরি আ লীগে মিলান-ভেরোনা ম্যাচটি ছিল ইতালিয়ান ক্লাবটির হয়ে তার শেষ ম্যাচ। চোটের কারণে মাঠের বাইরে থাকা এই সুইডিশ তারকা ম্যাচশেষে শুধু মিলান-পর্বই নয়, পেশাদার ফুটবলকেও বিদায় বলে দিয়েছেন। ১৯৯৯ সালে সুইডিশ ক্লাব মালমো এফসি দিয়ে শুরু। দুই যুগের ক্যারিয়ারে সুইডেন, নেদারল্যান্ডস, ইতালি, স্পেন, ফ্রান্স, ইংল্যান্ড ও যুক্তরাষ্ট্রের জায়ান্ট ক্লাবগুলোর হয়ে খেলেছেন ৯৮৮ ম্যাচ। করেছেন ৫৭৩ গোল। ৩২টি ট্রফি রয়েছে তার ঝুলিতে। এসি মিলানে আগেও খেলেছেন ইব্রাহিমোভিচ। ২০১০-১১ মৌসুমে বার্সেলোনা থেকে ধারে এবং পরের বছর চুক্তিবদ্ধ হয়ে। দ্বিতীয়বার যুক্তরাষ্ট্রের দল এলএ গ্যালাক্সি থেকে মিলানে ফেরেন ২০২০ সালের জানুয়ারিতে। দুই দফায় মোট ১৬৩ ম্যাচ খেলে ইতালির ক্লাবটির হয়ে করেছেন ৯৩ গোল।
All Rights Reserved © Copyright 2025 | Design & Developed by Webguys Direct