তীব্র গরমের কারণে সাধারণ মানুষের প্রাণ ওষ্ঠাগত।৷ গরম থেকে বাঁচতে সবাই রাত-দিন ফ্যান চালাচ্ছেন, অনেকে বাড়িতে এসিও ব্যবহার করছেন। কিন্তু সমস্যা দেখা দিচ্ছে বিদ্যুৎ বিল নিয়ে। অতিরিক্ত
বিদ্যুৎ খরচের কারণে বিদুৎ বিল বেড়েই চলেছে। শুধু এসি নয়, বিভিন্ন ধরণের বৈদ্যুতিক সরঞ্জাম যেমন- লাইট, ফ্রিজ, কম্পিউটার, ওয়াশিং মেশিন, ওভেন, ব্লেন্ডার, আয়রন মেশিনসহ-আরও অনেক কাজেও বিদ্যুৎ খরচ হচ্ছে। এতেও বিদ্যুৎ বিল বাড়ে। এবার জেনে নেওয়া যাক বিদ্যুৎ বিল কমানোর কিছু কৌশল -
১. বাড়িতে অনেকগুলো ঘর থাকলে যে ঘরে কেউ থাকছে না সে ঘরের বাতি ও ফ্যান বন্ধ রাখুন।
২. ঘর থেকে বের হলে বাতি, ফ্যান ও অন্যান্য বৈদ্যুতিক যন্ত্রের সুইচ বন্ধ করে রাখুন।
৩. কিছুদিনের জন্য কোথাও বেড়াতে গেলে মেইন সুইচ বন্ধ করে যান।
৪. প্রাকৃতিক আলো-বাতাসে ভরসা রাখতে হবে। ঘরের দেওয়াল, ছাদ, পর্দা ও আসবাবপত্র সাদা রঙের ব্যবহার করলে বিদ্যুৎ খরচ কম হয়। ঘর ঠাণ্ডা থাকে।
৫. ফ্রিজে গরম খাবার রাখবেন না। নিয়মিত ফ্রিজ পরিষ্কার রাখুন এবং অপ্রয়োজনে ফ্রিজ চালাবেন না।
৬. এসি চালানোর ব্যাপারে সতর্ক হন। সারারাত এসি চালাবেন না। কয়েক ঘণ্টা এসি চালানোর পর ফ্যান চালিয়ে দিন। এতে ঘর ঠাণ্ডা থাকবে।
৭. একবারে অনেকগুলো কাপড় একসঙ্গে ইস্ত্রি করুন। তাতে বিদ্যুৎ খরচ বাঁচবে।
৮. এলইডি আলো বিদ্যুৎ বাঁচাতে দারুণ কার্যকরী। বাড়িতে এলইডি লাইট ব্যবহার করুন।
৯. ল্যাপটপ, মোবাইল এবং ডিজিটাল ক্যামেরা-সহ অন্যান্য বৈদ্যুতিক সরঞ্জাম চার্জ দেওয়ার পর চার্জার খুলে রাখুন।
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct