মনিরুজ্জামান, কলকাতা, আপনজন: সারা বিশ্বের সঙ্গে সঙ্গে ভারত তথা পশ্চিমবঙ্গেও নানা অনুষ্ঠানের মাধ্যমে সোমবার ১ মে আন্তর্জাতিক শ্রমিক দিবস যথাযোগ্য মর্যাদার সঙ্গে পালিত হল। এদিন তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে মে দিবস পালন করা হয় যথাযোগ্য মর্যাদার সঙ্গে। দলের পক্ষ থেকে রাজ্যের বিভিন্ন প্রান্তে শ্রমিক দিবস উপলক্ষে সোমবার বিভিন্ন অনুষ্ঠান হলেও মূল অনুষ্ঠানটি হয় কলকাতার তৃণমূল ভবনে। তৃণমূল কংগ্রেস দলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় দীর্ঘদিন শ্রমিকদের ন্যূনতম মজুরীর দাবিতে বাম সরকারের বিরুদ্ধে আন্দোলন করার ফলেই শ্রমজীবী মেহনতি মানুষদের সামাজিক মর্যাদা ও বর্তমান সরকারের আমলে শ্রমিকদের জন্য নানা ধরনের প্রকল্প বাস্তবায়ন হয়েছে। দলীয় রাজ্য সভাপতি সুব্রত বক্সীর নির্দেশে তৃণমূল ভবনে পতাকা উত্তোলনে উপস্থিত ছিলেন আইএনটিটিইউসি-র সভানেত্রী তথা সাংসদ দোলা সেন, সাংসদ শুভাশীষ চক্রবর্তী,প্রাক্তন মন্ত্রী মনীষ গুপ্ত, সহ সভাপতি জয়প্রকাশ মজুমদার,পশ্চিমবঙ্গ তৃণমূল মাদ্রাসা টিচার্স অ্যাসোসিয়েশনের রাজ্য সভাপতি একেএম ফারহাদ, সুবীর মজুমদার সহ আরও অনেকে।
All Rights Reserved © Copyright 2025 | Design & Developed by Webguys Direct