আপনজন ডেস্ক: এ বছর সম্ভাব্য ঈদুল ফিতরের দিনে পরীক্ষার আয়োজন করল কলকাতা ন্যাশনাল মেডিক্যাল কলেজ। গত ১১ এপ্রিল কলকাতা ন্যাশনাল মেডিক্যাল কলেজের ছাত্র বিষয়ক ডিন এক বিজ্ঞপ্তি জারি করে এমবিবিএস-এর ওরাল-প্র্যাকটিক্যাল পরীক্ষার নির্ঘণ্ট প্রকাশ করে। ওই বিজ্ঞপ্তিতে মূলত প্যাথলজি, ফার্মাকোলজি ও মাইক্রোবায়োলজির পরীক্ষার নির্ঘণ্ট দেওয়া হয়। যেখানে পরীক্ষার শুরুর দিন হল ২৩ এপ্রিল আর শেষ হল ২৯ এপ্রিল এবং পরীক্ষা শুরু হবে সকাল ৯টা থেকে। এই বিজ্ঞপ্তি জারির পর সমস্যায় পড়ে এমবিবিএস পাঠরত সংখ্যালঘু ছাত্রছাত্রীরা। কারণ, রমজান মাস যদি ৩০ দিনের হয় তাহলে এ বছর ঈদুল ফিতর অনুষ্ঠিত হবে ২৩ এপ্রিল। যেহেতু চাঁদ দেখার উপর ঈদ নির্ভর করে তাই আগে থেকে বোঝা সম্ভব নয়, রমজান মাস ২৯ দিনের হবে না ৩০ দিনের হবে। ফলে, ২৩ এপ্রিল ঈদুল ফিতর অনুষ্ঠিত হওয়ার সম্ভাবনা উড়িয়ে দেওয়া যায় না। যেহেতু আগেই পরীক্ষার বিজ্ঞপ্তি জারি করা হয়েছে, তাই দূরবর্তী জেলার মুসলিম এমবিবিএস পড়ুয়ারা আর সাহস করে বাড়ি যেতে পারছেন না।
উল্লেখ্য, এ বছর রাজ্য সরকার ঈদুল ফিতরের যে দুদিন ছুটি ঘোষণা করেছে তা হল ২১ ও ২২ এপ্রিল। রাজ্য সরকারের বিজ্ঞপ্তিতে রমজান মাস ২৯ দিন হবে ভেবে ২২ এপ্রিল ঈদুল ফিতর ধরে নিয়ে তার আগের দিন শুক্রবার ও ঈদের দিন শনিবার ছুটি ঘোষণা করা হয়েছে। কিন্তু রমজান মাস ৩০ দিনের হলে ঈদুল ফিতর হবে পরদিন ২৩ এপ্রিল। ২৩ এপ্রিল রবিবার, তাই পড়ুয়ারা ভেবেছিল সেই দিন ঈদুল ফিতর পড়লেও ওইদিন রাতে কিংবা পরদিন ভোরে অন্তত পৌঁছনো যাবে কলেজে। কিন্তু ২৩ এপ্রিল সম্ভাব্য ঈদের দিন রবিবারও পরীক্ষা সূচি থেকে বাদ দেয়নি কলকাতা ন্যাশনাল মেডিক্যাল কলেজ কর্তৃপক্ষ।
জানা গেছে, শুধু কলকাতা ন্যাশনাল মেডিক্যাল কলেজ নয়, নীলরতন সরকার কলেজ সহ আরও কযেকটি মেডিক্যাল কলেজেও সম্ভাব্য ঈদের দিন অর্থাৎ ২৩ এপ্রিল পরীক্ষা সূচি রাখা হয়েছে।
All Rights Reserved © Copyright 2025 | Design & Developed by Webguys Direct