আপনজন ডেস্ক: উত্তর কোরিয়া দাবি করেছে, তাদের প্রায় আট লাখ নাগরিক স্বেচ্ছায় মার্কিন যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে লড়াই করার জন্য সেনাবাহিনীতে যোগ দিয়েছে বা পুনরায় তালিকাভুক্ত হয়েছে। কোরিয়ার রাষ্ট্রীয় সংবাদপত্র শনিবার এই তথ্য জানিয়েছে। দেশটির ‘রডং সিনমুন’ পত্রিকার প্রতিবেদনে বলা হয়েছে, প্রায় আট লাখ ছাত্র এবং কর্মী শুধু গতকাল শুক্রবারই মার্কিন যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে যুদ্ধ করার ইচ্ছা প্রকাশ করেছে। এদিকে উত্তর কোরিয়া গত বৃহস্পতিবার চলমান মার্কিন-দক্ষিণ কোরিয়া সামরিক মহড়ার জবাবে, হাওয়াসং-১৭ আন্ত মহাদেশীয় ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র (আইসিবিএম) উৎক্ষেপণ করে। কোরীয় উপদ্বীপ এবং জাপানের মধ্যবর্তী সমুদ্রে আইসিবিএম ছোড়ে তারা। এতে নিন্দা জানায় সিউল, ওয়াশিংটন এবং টোকিও। উত্তর কোরিয়ার ক্রমবর্ধমান হুমকি মোকাবেলায় দক্ষিণ কোরিয়া এবং যুক্তরাষ্ট্র সোমবার থেকে ‘ফ্রিডম শিল্ড ২৩’ নামে ১১ দিনের যৌথ মহড়া শুরু করেছে।
All Rights Reserved © Copyright 2025 | Design & Developed by Webguys Direct