নিজস্ব প্রতিবেদক, রাজারহাট, আপনজন: সামনেই পঞ্চায়েত ভোট। তার প্রস্তুতি ইতিমধ্যে শুরু হয়ে গিয়েছে। তার আগে রাজারহাটের দীর্ঘ পুরানো তৃণমূল কংগ্রেস একটি দলীয় কার্যালয় ভবন নতুনরূপে নির্মিত হল। শনিবার সন্ধ্যায় রাজারহাট ব্লক অন্তর্গত বিষ্ণুপুর দু’নম্বর পঞ্চায়েত এলাকার বটতলা মোড়ে নয়া ওই দলীয় কার্যালয়ের উদ্বোধন হল। এদিন সন্ধ্যায় তারই সূচনা পর্বের কর্মসূচিতে উপস্থিত ছিলেন স্থানীয় রাজারহাট-নিউটনের বিধায়ক তাপস চ্যাটার্জি, তৃণমূল কংগ্রেসের দলীয় সভাপতি প্রবীর কর, যুব সভাপতি আফতাব উদ্দিন প্রমুখ। রাজারহাট-বিষ্ণুপুরের দলীয় ওই কার্যালয় উদ্বোধনের পর তাপস জানান, আগামী পঞ্চায়েত নির্বাচনে রাজারহাটের এই কার্যালয় থেকে নির্বাচনী লড়াই শুরু করবে তৃণমূল কংগ্রেস। সেইসঙ্গে, মাসে দুদিন ওই কার্যালযয়ে বসে অঞ্চলের নাগরিকদের পরিষেবা প্রদানের ইচ্ছা প্রকাশ করেন বিধায়ক। আর এলাকার দীর্ঘ পুরানো ওই কার্যালয়টি নতুন রূপে নির্মাণ করার জন্য বিষ্ণুপুর দু’নম্বর পঞ্চায়েতের তৃণমূলের সভাপতি অভিজিৎ নস্কর-এর নেতৃত্বাধীন যে সকল দলীয় কর্মীরা অক্লান্ত পরিশ্রম করেছেন তাদের সকলকেই ধন্যবাদ জ্ঞাপন করেন প্রবীর কর। এদিন এই কর্মসূচিতে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন বিধাননগরের দুই মেয়র পারিষদ সদস্য রহিমা বিবি, আরাত্রিকা ভট্টাচার্য, সংশ্লিষ্ট পঞ্চায়েতের প্রধান সাজেদা বিবি, উপপ্রধান মান্নান গাজী, সদস্য সাবিনা বিবি, হাবিব আহমেদ প্রমুখ।
All Rights Reserved © Copyright 2025 | Design & Developed by Webguys Direct