রঙ্গিলা খাতুন, বড়ঞা, আপনজন: আবারো মৃত্যু হল এক পরিযায়ী শ্রমিকের। কলকাতায় কাজ করতে গিয়ে ছাদ থেকে পড়ে মৃত্যু হয় আকবর সেখ নামে ২৪ বছরের যুবকের। মুর্শিদাবাদ জেলার বড়ঞা থানা অন্তর্গত খোরজুনা পঞ্চায়েতের অধীনে মুডডা গ্রামের বাসিন্দা আকবর আলী। সংসারে নুন আনতে পান্তা ফুরায় অবস্থা। অসুস্থ থাকার সত্বেও তাই সংসারের হাল ফেরাতে। পাড়ি দিয়েছিল শহর কলকাতায়। সেখানে নির্মাণ শ্রমিকের কাজে যোগ দেয় আকবর আলী মির্জা। পরিবার সূত্রে জানা গিয়েছে “ সোমবার বিকেলে ছাদের উপরে মোবাইলে কথা বলছিল, হঠাৎ ব্রেন স্টক হয়ে ছাদ থেকে পড়ে যায়, সঙ্গে সঙ্গে হাসাপাতালে ভর্তি করলে, বাঁচানো সম্ভব হয়নি। পরিবার সূত্রে আরও জানা গিয়েছে আকবর আলীর এক কন্যা সন্তানও আছে। আকবর আলী স্ত্রী বলেন। সে পৃথিবী ছেড়ে চলে গেছে। আমি এক সন্তানকে নিয়ে কি করে সংসার চালাব। এই সন্তানকে কিভাবে মানুষ করব। এমনিতে আমরা গরীব মানুষ। তারপরে আমার স্বামী এই পৃথিবীতে নেই। আকবর আলীর বাবা বলে। ছেলের উপার্জনের। কোনরকম ভাবে সংসার চলত। ছেলে আর নেই এখন আমাদের কি হবে! আকবর আলীর মৃত্যুর খবর মুডটা গ্রামে খবর আসতেই আসতে গোটা এলাকায় নেমে এসেছে শোকে ছায়া।
All Rights Reserved © Copyright 2025 | Design & Developed by Webguys Direct