আপনজন ডেস্ক: দক্ষিণ ২৪ পরগনার বিষ্ণুপুর থানার মধ্য চণ্ডীর বাসিন্দা মোঃ আব্দুর রহিম মোল্লা (৮৫) বয়স জনিত কারণে সম্প্রতি ইন্তেকাল করেন। (ইন্না ল্লিাহি...)।মৃত্যুকালে তিনি রেখে যান স্ত্রী, দুই পুত্র, চার কন্যা, নাতি-নাতনি ও অগণিত ভক্ত। মরহুম আব্দুর রহিম চন্ডী গ্রাম পঞ্চায়েতে চারবারের জয়ী সদস্য। বরাবর তিনি বিরোধী দলনেতার ভূমিকা পালন করে ছিলেন। পেশায় ছিলেন আইনজীবী। কলিকাতা জজকোর্ট ও হাইকোর্টের এক পরিচিত মুখ। কর্মজীবনে নিজ পেশার সঙ্গে আমজনতার কল্যাণে দৈনন্দিন কিছু করাই ছিল তাঁর হবি। তিনি বরাবর বাম বিরোধী ছিলেন। ১৯৭৮ সাল থেকে কংগ্রেস প্রার্থী হয়ে নিজ কেন্দ্র সহ আশপাশের বুথের অন্য রাজনৈতিক দলকে দাঁত ফোটাতে না দিয়ে নিজ দলকে জিতিয়ে বিরোধী দলনেতা হন।
All Rights Reserved © Copyright 2025 | Design & Developed by Webguys Direct