মনিরুজ্জামান, দেগঙ্গা, আপনজন: দেগঙ্গার সোহাই শ্বেতপুর গ্রাম পঞ্চায়েতের খাঁপুর তৃণমূল কংগ্রেস কমিটির পরিচালনায় রবিবার গ্ৰামীণ ক্রীড়ায় দিদির সুরক্ষা কবচ নিয়ে প্রচার করতে দেখা যায় তৃণমূল কংগ্রেসের জনপ্রতিনিধিদের। ক্রীড়া প্রতিযোগিতায় উপস্থিত হয়ে স্থানীয় জেলা পরিষদ সদস্য তথা উত্তর ২৪ পরগনা জেলা পরিষদের বন ও ভূমি স্থায়ী সমিতির কর্মাধ্যক্ষ একেএম ফারহাদ বলেন, দেগঙ্গার মানুষের গ্ৰামীণ ক্রীড়ার ভাবধারা অসাধারণ। এইরকম খেলা যত বেশি হবে নতুন প্রজন্মের শিক্ষার্থীরা ততই সমৃদ্ধ হবে। তিনি আরও বলেন, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে যেভাবে উন্নয়নের ধারা অব্যাহত রেখে সবরকমের কর্মসূচি রূপায়িত হচ্ছে তা অত্যন্ত প্রশংসনীয়। দেগঙ্গা পঞ্চায়েত সমিতির সভাপতি মফিদুল হক সাহাজি বলেন, এই অঞ্চলের মানুষ বিভিন্ন সামাজিক অনুষ্ঠানউপহার দিয়ে আসছে। এদিন মকলুফুর রহমান সহ শতাধিক কংগ্রেস কর্মী তৃণমূল কংগ্রেসে যোগদান করেন।উপস্থিত তৃণমূল কংগ্রেস নেতৃত্ব। এই অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন উপপ্রধান রিঙ্কু সাহাজি,সদস্য সাহাবুদ্দিন, শিক্ষক ইউসুফ আলী, আব্দুল করিম, আব্দুল সালাম,সরিফুল ইসলাম, দীপু মন্ডল, আব্দুল মোমিন, রাশেদুল ইসলাম,মনিরুল ইসলাম সহ আরও অনেকে।
All Rights Reserved © Copyright 2025 | Design & Developed by Webguys Direct