নাজিম আক্তার, চাঁচল, আপনজন: পঞ্চায়েত নির্বাচনকে কেন্দ্র করে ঝাপিয়ে পড়েছেন মালদা জেলার তৃণমূল কংগ্রেস। আগামী ০৫ ফেব্রুয়ারী মালদার রতুয়া-১ ব্লকের চাঁদমুনি-২ অঞ্চলের বাটনা হাইমাদ্রাসার নির্বাচনকে কেন্দ্র করে কর্মীসভা সারলো তৃণমূল কংগ্রেস। বুধবার বিকালে মাদ্রাসা চত্বরে চাঁদমুনি ১ ও ২ এই দুটি অঞ্চলের প্রায় ৫০০ কর্মীকে নিয়ে এই কর্মীসভা সারা হয় বলে জানান মাদ্রাসার অভিভাবক নির্বাচন কমিটির আহবায়ক মোহম্মদ আব্দুৎ তোয়াব। এদিনের প্রস্তুতি সভায় উপস্থিত ছিলেন রতুয়ার বিধায়ক তথা মালদা জেলা তৃণমূল কংগ্রেস কমিটির চেয়ারম্যান মুখোপাধ্যায়, মালতিপুরের বিধায়ক ও জেলা তৃণমূল সভাপতি আবদুর রহিম বক্সী, রতুয়া-১ ব্লক তৃণমূল কংগ্রেস সভাপতি অজয় সিনহা, সংখ্যালঘু সেলের জেলা সভাপতি মুশারফ হোসেন, জেলাপরিষদ সদস্য হুমায়ুন কবির বাজনা, যুবনেতা বাবু বক্সী, কিষাণ ও ক্ষেতজদুর সভাপতি আবদুল খালিক, চাঁদমুনি-১ অঞ্চল তৃনমূল কংগ্রেসের সভাপতি আবু কালাম আজাদ, চাঁদমুণি-২ অঞ্চল তৃনমূল কংগ্রেস সভাপতি আশফাতুর রহমান ওরফে বাবলু, সামসি অঞ্চল তৃনমূল কংগ্রেসের সভাপতি মোশারফ হোসেন সহ বিভিন্ন বুথের সক্রিয় কর্মীরা।
All Rights Reserved © Copyright 2025 | Design & Developed by Webguys Direct