সম্প্রীতি মোল্লা, মঙ্গলকোট, আপনজন: পূর্ব বর্ধমান জেলার কাটোয়া মহকুমার অধীনে মঙ্গলকোট পঞ্চায়েত সমিতি ও ব্লকের সহযোগিতায় মঙ্গলকোট ১ নং চক্রের পরিচালনায়, প্রাথমিক বিদ্যালয়, নিম্ন বুনিয়াদি বিদ্যালয়, মাদ্রাসা ও শিশুশিক্ষা কেন্দ্র সমূহের কাটোয়া মহকুমার ৪০ তম শীতকালীন বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত হল মঙ্গলবার ।এদিন উপস্থিত ছিলেন কাটোয়া মহকুমাশাসক অর্চনা পি. ওয়াংখেড়ে, অবৈতনিক প্রাথমিক বিদ্যালয় পরিদর্শক মঙ্গলকোট ১ নং চক্র শ্যামল ঘোষ, মঙ্গলকোট বিধায়ক অপূর্ব চৌধুরী, কেতুগ্রাম বিধায়ক শেখ শাহনওয়াজ, মঙ্গলকোট বিডিও জগদীশচন্দ্র বারুই, মঙ্গলকোট থানার আইসি পিন্টু মুখার্জি, শেখ আবু বক্কর, সুবিকাশ গায়েন, ধ্রুব ভট্টাচার্য প্রমুখ।
All Rights Reserved © Copyright 2025 | Design & Developed by Webguys Direct