নাজিম আক্তার, হরিশ্চন্দ্রপুর, আপনজন: মালদহের হরিশ্চন্দ্রপুর-২ নং ব্লকের জগন্নাথপুর হাইমাদ্রাসার সুবর্ণ জয়ন্তী উৎসবের দুইদিন ব্যাপী অনুষ্ঠানের সমাপ্তি হল বুধবার। এদিনের অনুষ্ঠানে প্রাক্তনী পুনর্মিলন হয়। পুনর্মিলনে মাদ্রাসার প্রাক্তন শিক্ষক ও ছাত্ররা অংশ গ্রহণ করেন।অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উত্তর মালদহের সাংসদ খগেন মুর্মু। তিনি তার বক্তব্যে, মাদ্রাসার সার্বিক উন্নয়নে সাংসদ তহবিল থেকে আর্থিক সহায়তা প্রদান করবেন বলে আশ্বাস দেন। সেই সঙ্গে নিকটবর্তী ভালুকা রোড স্টেশনে কুলিক এক্সপ্রেস সহ একাধিক মেইল ট্রেনের স্টপ দেওয়া বিষয়ে রেলওয়ে বোর্ডের সঙ্গে কথা বলবেন বলে জানান। এদিন অনুষ্ঠানে ‘পশ্চিমবঙ্গে মাদ্রাসা শিক্ষা ব্যবস্থা অতীত,বর্তমান ও ভবিষ্যত একটি পর্যালোচনা’ বিষয়ক আলোচনা চক্রের আয়োজন করা হয়। আলোচনায় অংশগ্রহণ করেন বিশ্ব ভারতী বিশ্ব বিদ্যালয়ের অধ্যাপক সিরাজুল ইসলাম, যাদবপুর বিশ্ব বিদ্যালয়ের অধ্যাপক আব্দুল মতিন ও জঙ্গিপুর মুনিরিয়া হাই মাদ্রাসার প্রধান শিক্ষক ইসরারুল হক মণ্ডল প্রমুখ। উক্ত সভা সঞ্চালনা করেন মাদ্রাসার সহ শিক্ষক ড. হজরত উমার ফারুক। এদিন ছাত্রছাত্রীদের দ্বারা নাটক মঞ্চস্থ সহ গম্ভীরা গান ও বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন অবর বিদ্যালয় পরিদর্শক মনিরুল ইসলাম, রায়গঞ্জ বিশ্ব বিদ্যালয়ের অধ্যাপক মিরাজুল হক,দেওয়ান আব্দুল গণি কলেজের অধ্যাপক ড. মহম্মদ ইসমাইল,গৌড় মহা বিদ্যালয়ের অধ্যাপক মুর্শেদ আলম,অধ্যাপিকা সীমা আহমেদ সহ অন্যান্য বিশিষ্ট জন।মাদ্রাসার প্রধান শিক্ষক মহ: সাহাবুদ্দিন ও মাদ্রাসার পরিচালন সমিতির সম্পাদক দিলদার হোসেন বলেন,মাদ্রাসার দুইদিন ব্যাপী সুবর্ণ জয়ন্তী উৎসব সুষ্ঠুভাবে সম্পন্ন হয়েছে। নানা অনুষ্ঠানের মাধ্যমে প্রাণবন্ত হয়ে ওঠে দুইদিনের অনুষ্ঠান।
All Rights Reserved © Copyright 2025 | Design & Developed by Webguys Direct