বাবলু প্রামানিক, কুলতলি, আপনজন: কুলতলী ব্লকের দেউলবাড়ী দেবীপুর অঞ্চলের দেউলবাড়ী বাসিন্দার বাসুদেব বৈদ্য বিপ্লব নাইয়া, বিশ্বজিৎ বৈদ্য তিন বন্ধু মিলে বৃহস্পতিবার সকালেকুলতলীর,দেউলবাড়ী গ্রাম থেকে সঙ্গীদেরকে সাথে নিয়ে বিপ্লব নাইয়া বিশ্বজিৎ বৈদ্য সুন্দরবনের রিজার্ভ ফরেস্টে কাঁকড়া ধরতে যায়। বেশ কয়েকদিন কাঁকড়া ধরার পর সোমবার সন্ধ্যাকালীন নৌকায় বসে গল্প গুজব করার মুহূর্তে বাঘ নৌকার উপর ঝাঁপিয়ে পড়ে এক থাপা ঘাড়ে কামড় দেয় বাসুদেব বৈদ্য এক লাফে জঙ্গলের মধ্যে প্রবেশ করার চেষ্টা করে বাঘ বাবাজি কিন্তু সেটার হলো না ।তড়িঘড়ি সাথে সাথে সঙ্গে থাকা দুই সহকর্মীরা অসীম সাহসিকতায় বাঘে মানুষের যুদ্ধ করার পর অবশেষে বাঘ রণেভঙ্গ দিয়ে জঙ্গলে ফিরে যায়। পরে বাসুদেবের দেহটি নৌকায় তুলে নিয়ে আসে। নৌকায় আনলে শেষ রক্ষা মেলেনি একমাত্র রোজগারের মৃত্যুতে পরিবারের নেমে এসেছে শোকের ছায়া। বাসুদেব দুই পুত্র।
All Rights Reserved © Copyright 2025 | Design & Developed by Webguys Direct