মনিরুজ্জামান, দেগঙ্গা, আপনজন: উত্তর ২৪ পরগনার দেগঙ্গা ব্লকের বেড়াচাঁপা -১ নম্বর গ্রাম পঞ্চায়েতের পূর্ব চ্যাংদানা ক্বাদেরিয়া হাই মাদ্রাসার পরিচালনায় মঙ্গলবার বিশ্ব নবী দিবস উদযাপন অনুষ্ঠিত হল। এই অনুষ্ঠানে উপস্থিত হয়ে দেগঙ্গার বিধায়ক রহিমা মন্ডল বলেন, আজ এখানে এসে আমার মনে হচ্ছে আমি যেন জান্নাতের বাগানে এসে উপস্থিত হয়েছি।এখানে এসে ভালো লাগছে।এই নবী দিবস অনুষ্ঠানে উপস্থিত হয়ে বিশ্ব শান্তি কামনায় বার্তা দেওয়ার পাশাপাশি বর্তমান প্রজন্মের কাছে ধর্মীয় শিক্ষার সঙ্গে সাধারণ শিক্ষা অত্যন্ত জরুরি বলে মনে করেন পশ্চিমবঙ্গ তৃণমূল মাদ্রাসা টিচার্স অ্যাসোসিয়েশনের রাজ্য সভাপতি তথা উত্তর ২৪ পরগনা জেলা পরিষদের বন ও ভূমি স্থায়ী সমিতির কর্মাধ্যক্ষ একেএম ফারহাদ। তিনি বলেন, এই জাতীয় অনুষ্ঠানের মধ্য দিয়ে শান্তি সম্প্রীতির বার্তা সমাজের মধ্যে প্রচারিত হয়। সর্বশ্রেষ্ঠ মানব হযরত মুহাম্মদ সা. বিশ্ববাসীর জন্য যে সব কাজ করে গিয়েছেন সেই কাজকে এগিয়ে নিয়ে যেতে সকলের ঐক্যবদ্ধ প্রচেষ্টা একান্ত কাম্য। তিনি আরও বলেন, মুখ্যমন্ত্রীর নেতৃত্বে মাদ্রাসা শিক্ষার উন্নয়নের পাশাপাশি রাজ্যজুড়ে সার্বিক উন্নতি লক্ষ্য করা যাচ্ছে। দেগঙ্গা পঞ্চায়েত সমিতির সভাপতি মফিদুল হক সাহাজি বলেন, শিক্ষকরা হলেন মানুষ গড়ার কারিগর। আর ছাত্রছাত্রীরা তোমরা দুঃখী, অসহায় মানুষের পাশে দাঁড়াও, তাদের ভালোবাসো। উপস্থিত ছিলেন মাদ্রাসার প্রধান শিক্ষক ফিরোজুর রহমান, পরিচালন সমিতির সম্পাদক সোহরাব হোসেন, সভাপতি আজিজুর রহমান, শিক্ষিকা সোমা বেরা, শিক্ষক দীপঙ্কর কর্মকার, হাফিজুর প্রমুখ।সমগ্র অনুষ্ঠানটি পরিচালনা করেন শিক্ষক আব্দুর রাজ্জাক।
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct