আপনজন ডেস্ক: পূর্ব আফ্রিকার দেশ সোমালিয়ার রাজধানী মোগাদিশুর একটি সরকারি ভবনে জঙ্গি হামলায় পাঁচ বেসামরিক নাগরিক নিহত হয়েছেন। রোববার (২২ জানুয়ারি) দেশটির তথ্য মন্ত্রণালয়ের বরাত দিয়ে এ খবর জানিয়েছে সংবাদমাধ্যম আল-জাজিরা। সোমালিয়ার তথ্য মন্ত্রণালয় জানিয়েছে, স্থানীয় সময় রোববার দুপুরের দিকে জঙ্গি সংগঠন আল-শাবাবের সদস্যরা একটি বোমা বিস্ফোরণ ঘটানোর পর ভবনটিতে হামলা চালায়।
All Rights Reserved © Copyright 2025 | Design & Developed by Webguys Direct