আপনজন ডেস্ক: তিন মাস ধরে বেতন দিচ্ছে না দিল্লি ওয়াকফ বোর্ড, তাই কর্মীরা দিল্লির মুখ্যমন্ত্রীর দফতরের বাইরে বিক্ষোভ দেখালেন। সেই সঙ্গে মুখ্যমন্ত্রী কেজরিওয়াল ও রাজস্ব মন্ত্রী কৈলাশ গেহলটের কাছে দাবি সম্বলিত একটি স্মারকলিপি প্রদান করেন তারা। তিন মাস ধরে বেতন না দেওয়ার প্রতিবাদে দিল্লি ওয়াকফ বোর্ডের অফিসের বাইরে ধর্নায় বসেছেন কর্মীরা। পনেরোদিন অতিক্রম করার পর তারা বৃহস্পতিবার মুখ্যমন্ত্রীর দফতরের বাইরে বিক্ষোভ দেখান। তার আগে অবশ্য তারা ওয়াকফ বোর্ডে কলম ধর্মঘট করে চলেছেন। দিল্লি ওয়াকফ বোর্ড কর্মীদের অভিযোগ, প্রায় এক মাস ধরে বকেয়া বেতনের দাবিতে তারা বিভিন্নভাবে বিক্ষোভ দেখারেও ওয়াকফ বোর্ডের আধিকারিকরা তাদের সঙ্গে দেখা করতে আসেননি এবং বাকি সদস্যরাও ছিলেন না। যদিও তারা জানান, গত শুক্রবার দিল্লি ওয়াকফ বোর্ডের চেয়ারম্যান আমানতুল্লাহ খান তাদের সঙ্গে দেখা করেছেন এবং অনশনে বসে থাকা কর্মচারীদের অনশন ভঙ্গ করার অনুরোধ করেছেন। তবে, ওয়াকফ বোর্ডের কয়েকজন সদস্য কর্মীদের এই আন্দোলনকে সমর্থন করে চলেছেন। দিল্লি ওয়াকফ বোর্ডের সদস্য রাজিয়া সুলতানা কর্মচারীদের সমর্থন জানাতে আন্দোলনরত কর্মচারীদের সঙ্গে অবস্থান কর্মসূচিতে যোগ দেন এবং কর্মচারীদের দাবির প্রতি সমর্থন জানিয়ে তিনি বলেন, এ অবস্থার একমাত্র সমাধান হচ্ছে ওয়াকফ বোর্ডের বিশেষ সভা আহ্বান করা দরকার। কিন্তু এখনও পর্যন্ত সিইও বোর্ড সভা ডাকেননি। আন্দোলনরত কর্মচারীরা বলেন, বাড়িওয়ালারা ভাড়া দাবি করছেন। কিন্তু তাদের কাছে ভাড়া দেওয়ার মতো টাকা নেই। তাই সমস্যা সমাধানের দায়িত্ব দিল্লি সরকারের। দিল্লি ওয়াকফ বোর্ড সূত্রের দাবি প্রায়ই ইমাম ও মুয়াজ্জিনরা প্রায় ৮ মাস ধরে ভাতা পাচ্ছেন না। তার ফলে তারা ইমাম ও মুয়াজ্জিনরা প্রতিবাদ করতে বাধ্য হয়েছেন। তাদের সঙ্গে তিন মাস বেতন বন্ধ ওয়াকফ বোর্ডের কর্মচারীদেরও।
All Rights Reserved © Copyright 2025 | Design & Developed by Webguys Direct