সাদ্দাম হোসেন মিদ্দে, ভাঙড়, আপনজন: প্লাটিনাম জুবিলী বর্ষ উৎযাপন অনুষ্ঠান শুরু হল দক্ষিণ ২৪ পরগনা জেলার ভাঙড়ের কারবালা উচ্চ বিদ্যালয়ে। সোমবার এই উপলক্ষে এক সাংস্কৃতিক অনুষ্ঠান আয়োজন করে বিদ্যালয় কর্তৃপক্ষ। বিদ্যালয় প্রাঙ্গণে সাংস্কৃতিক অনুষ্ঠান আয়োজন করা হয়। বিদ্যালয় প্রাঙ্গণে মূল অনুষ্ঠান শুরু হয় দুপুর ২ টায়। তার আগে সকাল ১১টায় বর্ণাঢ্য পদযাত্রা বার হয়। বিদ্যালয়ের সামনে থেকে ৯১ রোড ধরে শোনপুর ও কাশিপুর বাজার পরিক্রমা করে পদযাত্রা শেষ হয়। পদযাত্রায় পা মেলান পরিচালন সমিতির সদস্যরা, শিক্ষক, শিক্ষিকা ও শিক্ষাকর্মী এবং শিক্ষার্থীরা। এদিনের অনুষ্ঠানে বক্তব্য রাখেন ভাঙড় উত্তর চক্রের বিদ্যালয় পরিদর্শক মীরা গুপ্তা, ভাঙড় ২ পঞ্চায়েত সমিতির কৃষি কর্মাধ্যক্ষ তথা বিদ্যালয়ের প্রাক্তন ছাত্র আব্দুর রহিম, বিদ্যালয় পরিচালন সমিতির সভাপতি তথা প্রাক্তন ছাত্র জাভেদ মিয়াঁদাদ, ভারপ্রাপ্ত শিক্ষক আবু তোহা মন্ডল, প্রাক্তন শিক্ষক এলাহি বক্স, প্রাক্তন শিক্ষাকর্মী আব্দুল হামিদ প্রমুখ। অনুষ্ঠানে কবিতা পাঠ করেন সাংবাদিক তথা বিদ্যালয়ের প্রাক্তন ছাত্র সাদ্দাম হোসেন মিদ্দে এবং দ্বাদশ শ্রেণির ছাত্র আবু হোজায়ফা, একক সঙ্গীত পরিবেশন করেন দশম শ্রেণির ছাত্রী মল্লিকা দাস। এদিন প্যারেড পরিদর্শন করেন ছাত্র ছাত্রীরা। প্যারেড পরিচালনা করেন সহ শিক্ষক সুদীপ বসু। অনুষ্ঠান সঞ্চালনা করেন সহ শিক্ষক নির্মল কুমার দত্ত, শিশির কুমার পোদ্দার ও ফারুক আহমেদ। বিদ্যালয়ের ভারপ্রাপ্ত শিক্ষক আবু তোহা মন্ডল জানান, ১৯৪৯ সালে পথ চলা শুরু করে কারবালা উচ্চ বিদ্যালয়ের। এবছর ৭৫ বছরে পদার্পণ করল বিদ্যালয়। আগামী ১ বছর ধরে নানা আয়োজনে পালিত হবে প্লাটিনাম জুবিলী বর্ষ। ২০২৪ সালের জানুয়ারি মাসে শেষ হবে প্লাটিনাম জুবিলি উৎযাপন অনুষ্ঠান।
All Rights Reserved © Copyright 2025 | Design & Developed by Webguys Direct