এক মহিলার চোখ থেকে চারটি জ্যান্ত মৌমাছি বের করেছেন চিকিৎসক। হি নামের ২৮ বছর বয়সী ওই মহিলা আগাছা পরিষ্কার করার সময় ওই চারটি মৌমাছি উড়ে গিয়ে তাঁর চোখে ঢুকে যায়। ঘটনাটি ঘটেছে তাইওয়ানে। এদিন সেখানকার ফুইন ইউনিভার্সিটি হাসপাতালের চিকিৎসক অধ্যাপক হং চি তিং ওই মহিলার চোখ থেকে চার মিলিমিটার দৈর্ঘ্যের মৌমাছিগুলোর পা টেনে বের করে আনেন। চোখের ভেতর মৌমাছি দেখে চিকিৎসক হতবাক হয়ে যান। আশ্চয্যের বিষয়, মৌমাছিগুলো জীবিত ছিল। ওই বিশেষ প্রতিজাতির মৌমাছি ঘামের প্রতি আকৃষ্ট হয়। প্রোটিন পেতে চোখের জলও পান করে থাকে তারা। হি তাঁর কাছের মানুষের কবরের ওপরে আগাছা পরিষ্কারের সময় বাতাসের সঙ্গে তাঁর বাম চোখে মৌমাছিগুলো ঢুকে যায়। প্রথমে ভেবেছিলেন তাঁর চোখে ময়লা পড়েছে। কিন্তু ঘণ্টা কয়েক পর তাঁর চোখ ফুলে ওঠে ও ব্যথা করতে থাকে। এরপর তিনি চিকিৎসকের কাছে যান। সেখানে জানতে পারেন, তাঁর চোখে মৌমাছি ঢুকেছিল।
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct