অস্ত্র বিক্রির নেশায় রয়েছে একটি দেশ। আর তার জন্য সিরিয়া সহ মধ্যপ্রাচ্যে ব্যাপক হারে শিশু মৃত্যু হচ্ছে যুদ্ধের মাধ্যমে। মধ্যপ্রাচ্যে এই যুদ্ধে অগণিত শিশুর মৃত্যুর জন্য কার্যত ইউরোপ ও আমেরিকাকে দায়ী করলেন ক্যাথলিক ধর্মগুরু পোপ ফ্রান্সিস। শুধু তাই নয়, মধ্যপ্রাচ্যে যুদ্ধের জন্যও সরাসরি আমেরিকাকে দায়ী করেছেন পোপ। রবিবার সান কার্লো প্রতিষ্ঠানে শিক্ষার্থী ও শিক্ষকদের সামনে এক বক্তৃতায় পোপ আমেরিকার বিরুদ্ধে তোপ দাগেন শিশু মৃত্যুর জন্য।
তিনি বলেন, বিশ্বের বিভিন্ন প্রান্তের যুদ্ধের কারণ হচ্ছে জন্য ধনী ইউরোপ ও আমেরিকার অস্ত্র বিক্রির নেশা। এই সব যুদ্ধ নিরীহ শিশু ও মানুষদের প্রাণ কেড়ে নিচ্ছে সিরিয়া, আফগানিস্তান, ইয়েমেন প্রভৃতি দেশে। অথচ এই সব দেশে যুদ্ধ হওয়ার কোন পরিস্থিতি ছিল না।
পোপ অভিযোগ করেন, একটি দেশ অস্ত্র উৎপাদন ও বিক্রি করে যাচ্ছে, এরজন্য বহু শিশুর মৃত্যু হচ্ছে। তাদের পরিবার শেষ হয়ে যাচ্ছে। তাই অস্ত্র বিক্রির নামে যুদ্ধ বন্ধের আহ্বান জানান। সেই সঙ্গে শরণার্থীদের সঙ্গে মানবিক ব্যবহারের আবেদন জানান। শরণার্থীদের বিভিন্ন দেশ যাতে আশ্রয় দেয় তার আহ্বান জানান পোপ ফ্রান্সিস।
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct